বিশাখাপত্তনম, 5 ফেব্রুয়ারি: ভাইজ্যাগ জয় করল ভারত ৷ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে 106 রানে হারাল রোহিত অ্যান্ড কোং ৷ যে জয়ের কাণ্ডারী কোনও একজন ক্রিকেটার নন ৷ প্রথম ইনিংসের নায়ক যেমন ছিলেন যশস্বী এবং বুমরা ৷ দ্বিতীয় ইনিংসেও বুমরার সঙ্গে শুভমন গিল এবং রবিচন্দ্রন অশ্বিন ভারতের সিরিজের প্রথম জয়ে বড় ভূমিকা নিলেন ৷ আজকের জয়ে ভারত সিরিজে 1-1 সমতা ফেরাল ৷ দুই ইনিংসে দুরন্ত বোলিংয়ে 9 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বুমরা ৷
ইংল্যান্ডের তারকা পেসার জিমি অ্যান্ডারসন গতকাল বলেছিলেন, 399 রানের টার্গেট পৌঁছতে তাঁরা বেশি সময় নষ্ট করবেন না ৷ ভারতীয় বোলারদের উপর দাপট দেখিয়ে 70 ওভারের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে পারবে ব্রিটিশরা ৷ জিমির কথা মতো, 70 নম্বর ওভারেই ম্যাচ শেষ হল ৷ কিন্তু, সেই শেষটা করলেন ভারতীয় বোলাররা ৷ 292 রানে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে অলআউট করলেন জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনরা ৷ ভারতের পেস ও স্পিন আক্রমণের প্রধান দুই স্তম্ভ এই ইনিংসে 3টি করে উইকেট তুললেন ৷
তবে, মাঝে কয়েকবার রোহতি শর্মা অ্যান্ড কোম্পানিকে বেশ চাপে ফেলে দিয়েছিল থ্রি-লায়ন্স ৷ তবে, প্রতিবারে বুমরা, অশ্বিন, কুলদীপের মধ্যে কেউ না কেউ সেই চাপ কাটিয়ে উঠতে সাহায্য করেছেন ৷ যেমনটা হয়েছিল বেন স্টোকস (11) রান-আউট হওয়ার পর ৷ বেন ফোকস (36) এবং টম হার্টলি (36) 55 রানের পার্টনাশিপ ফের একবা প্রথম টেস্টের স্মৃতিস্মরণ করাচ্ছিল ৷ কিন্তু, সেখানে ত্রাতা হিসেবে দেখা দেন জসপ্রীত বুমরা ৷ ফিরতি বলে ক্যাচ নিয়ে বেন ফোকসকে আউট করেন তিনি ৷ এর পরপরই মুকেশ কুমার ঘরের মাঠে তাঁর প্রথম টেস্ট উইকেটটি নেন শোয়েব বশিরকে আউট করে ৷