ডাম্বুল্লা, 26 জুলাই: টানা নবমবার মহিলাদের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত ৷ সেমি-ফাইনালে বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে দিল দেশের প্রমীলা বাহিনী ৷ প্রথমে ব্যাট করতে নেমে 80 রানেই গুটিয়ে গিয়েছিল 2018 এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ৷ লক্ষ্যমাত্রায় পৌঁছনোর কাজটা করতে বিশেষ বেগ পেতে হল না স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মার জুটিকে ৷
81 রান করলেই টানা নবমবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছত দেশের প্রমীলা বাহিনী ৷ 54 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ মন্ধনার 39 বলে 55 রানের অপরাজিত ইনিংস সাজানো 9টি চার ও একটি ছয়ে ৷ গোটা ম্যাচে একবারই ভুল করে ফিল্ডারের হাতে জমা পড়েছিলেন ৷ যদিও জাহানারা আলমের ‘বিরাট’ ওভারস্টেপের কারণে বাইশ গজ ছাড়তে হয়নি ৷ অন্যদিকে শেফালি খেললেন 28 বলে 26 রানের ইনিংস ৷ স্মৃতি যখন টপ-গিয়ারে ব্যাট করলেন, তখন অন্যদিকে উইকেট ধরে রাখলেন চলতি এশিয়া কাপের সর্বোচ্চ রান-স্কোরার ৷