মুম্বই, 1 নভেম্বর: সিরিজে শোচনীয় হার ৷ রোহিত শর্মা বলেছিলেন, 12 বছর পর হোম সিরিজে পরাজয় ড্রেসিংরুমের আবহাওয়া বদলে দিয়েছে ৷ ফলে যেকোনও উপায়ে মুম্বই টেস্ট জিতে ব্যবধান কমাতে তৎপর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ শেষ টেস্টে অবশ্য ভাগ্য সঙ্গ দিল না রোহিত শর্মার ৷ ঘরের মাঠে টস হারলেন মুম্বইকর ৷
তৃতীয় টেস্টে একাদশ থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরা ৷ বিসিসিআই’য়ের তরফে জানানো হয়েছে, জসপ্রীত বুমরা জ্বরে আক্রান্ত হয়েছিলেন ৷ এখনও পুরোপুরি সুস্থ হননি । ফলে মুম্বইয়ে তৃতীয় টেস্টের জন্য তাঁকে পাওয়া যায়নি । তাঁর বদলে দলে এলেন মহম্মদ সিরাজ ৷ একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, তৃতীয় টেস্টেই অভিষেক হতে পারে কেকেআর ক্রিকেটার হর্ষিত রানার ৷ ওয়াংখেড়ের পিচে হর্ষিতকে নামিয়ে বড় বাজি খেলতে পারেন রোহিতরা ৷ যদিও আনকোরা জোরে বোলার নয়, শেষ টেস্ট জিততে সিরাজি স্পেলেই ভরসা রাখল দল ৷