পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জাদেজার ঘূর্ণিতে 353 রানে থামল ইংল্যান্ডের প্রথম ইনিংস - Joe Root

India vs England 4th Test: দ্বিতীয়দিনের সকালে 353 রানে শেষ হল ইংল্যান্ডের প্রথম ইনিংস ৷ আজ দিনের শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজের হাফ-সেঞ্চুরি করেন অলি রবিনসন ৷ তবে, আক্রমণে এসেই দ্রুত ইংল্যান্ডের শেষ তিন উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 10:54 AM IST

Updated : Feb 24, 2024, 11:13 AM IST

রাঁচি, 24 ফেব্রুয়ারি: গতকাল দ্বিতীয় ও তৃতীয় সেশনে জোট রুট এবং লোয়ার-অর্ডারের পাল্টা লড়াইয়ে তিনশো পার করেছিল ইংল্যান্ড ৷ তবে, রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে খুব বেশি সুবিধা করতে পারল না ব্রিটিশ বাহিনী ৷ রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে সাড়ে তিনশো পার করতেই আত্মসমর্পণ করল ইংলিশ লোয়ার-অর্ডার ৷ তবে, গতকালের পর আজ দিনের শুরুতেই হাফ-সেঞ্চুরি পূরণ করেন অলি রবিনসন (58) ৷ জো রুট 122 রান করে অপরাজিত থাকেন ৷ ইংল্যান্ড প্রথম ইনিংসে 353 রান তুলেছে ৷

এ দিনের শুরুটা আক্রমণাত্মক ভঙ্গিতেই শুরু করেছিলেন ব্রিটিশ ব্যাটাররা ৷ বিশেষত, অলি রবিনসন ৷ শুরু থেকেই মহম্মদ সিরাজ এবং আকাশ দীপের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তিনি ৷ ফলে দ্রুত নিজের প্রথম টেস্ট হাফ-সেঞ্চুরিতে পৌঁছে যান ইংল্যান্ডের মিডিয়াম-পেসার ৷ দুই পেসারের বলে দ্রুত রান ওঠায় রোহিত একদিক থেকে রবীন্দ্র জাদেজাকে নিয়ে আসেন ৷ যে কৌশল কাজে দেয় ৷ এমনকি দিনের প্রথম দশ ওভার শেষ হতেই, উলটোদিক থেকে কুলদীপকে আক্রমণে আনেন ভারত অধিনায়ক ৷ যে কৌশল কাজ দেয় ৷ কুলদীপের প্রথম ওভারেই রুট প্রায় আউট হয়ে গিয়েছিলেন ৷

তবে, পরের ওভারেই অলি রবিনসনের উইকেট তুল নেন জাদেজা ৷ রিভার্স স্যুইপ করতে গিয়ে ধ্রব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ ওই ওভারেই শোয়েব বশিরকে ফেরান জাড্ডু ৷ এরপর এক ওভারের মধ্যে জিমি অ্যান্ডারসনকে ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ করেন জাদেজা ৷ বল হাতে প্রথম ইনিংসে ভারতের সফল বোলার তিনিই ৷ জাদেজা এই ইনিংসে মোট 4 উইকেট নিয়েছেন ৷ আকাশ দীপ 3টি, মহম্মদ সিরাজ 2টি এবং রবিচন্দ্রন অশ্বিন 1টি উইকেট নিয়েছেন ৷

ইংল্যান্ডের 353 রানের জবাব ভারত প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রোহিত শর্মার (2) উইকেট হারিয়েছে ৷ রাজকোটে সেঞ্চুরির পর, রাঁচিতে ইনিংসের শুরুতেই জিমি অ্যান্ডারসনের শিকার হলেন তিনি ৷ তবে, প্রথমদিন মধ্যাহ্নভোজের মধ্যে 5 উইকেট ফেলে দেওয়ার পরেও, ইংল্যান্ডের সাড়ে তিনশো রান তোলা ফের একবার ভারতের বোলিং নিয়ে প্রশ্ন তুলে দিল ৷ বিশেষত, জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামির অনুপস্থিতিতে, তা আরও একবার প্রকট হল ৷ তবে, রবিচন্দ্রন অশ্বিনের বোলিং নিয়েও প্রশ্ন উঠতে পারে ৷ তাঁর টেস্ট কেরিয়ারে ঘরের মাঠে সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স এই ইংল্যান্ড সিরিজে দেখা যাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. শেষ বলের রোমাঞ্চে ডব্লিউপিএলের প্রথম ম্যাচে 4 উইকেটে জয় মুম্বই ইন্ডিয়ান্সের
  2. স্বপ্নের টেস্ট অভিষেক আকাশ দীপের, শিকারের তালিকায় ক্রলি-ডাকেট-পোপ
  3. স্পট বোলিং ও আমলকির গুণেই ভারতের জার্সিতে উজ্জ্বল আকাশ দীপ, পড়ুন বিস্তারিত
Last Updated : Feb 24, 2024, 11:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details