পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিতের হাফ-সেঞ্চুির, মিডল-অর্ডারের ব্যর্থতায় রাঁচি টেস্টে চাপে ভারত - Ranchi Test

India vs England Day 4 in Ranchi: গতকাল শেষ আধঘণ্টার আক্রমণাত্মক ব্যাটিংয়ে 8 ওভারে 40 রান তুলেছিল ভারত ৷ চতুর্থ দিনের সকালেও সেই মেজাজেই শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার ৷ কিন্তু, দ্রুত তিন উইকেট খুইয়ে 192 রানে লক্ষ্যমাত্রাও এখন পাহাড় প্রমাণ ঠেকছে ভারতের সামনে ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 12:19 PM IST

Updated : Feb 26, 2024, 12:45 PM IST

রাঁচি, 26 ফেব্রুয়ারি: চতুর্থ ইনিংসে 192 রানের লক্ষ্যমাত্রাও রাঁচির পিচে কঠিন মনে হতে শুরু করেছে ভারতের জন্য ৷ চতুর্থদিনের সকালে রোহিত শর্মা (55 রান) এবং যশস্বী জয়সওয়াল (37 রান) শুরুটা গতকালের মতো আক্রমণাত্মক মেজাজেই করেছিলেন ৷ প্রথম আট ওভারে এদিন 42 রান তোলেন দু’জনে ৷ যেখানে 192 রান তোলা সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল, যশস্বী ফিরতেই সেই রাঁচির পিচে টিকে থাকা কঠিন হতে শুরু করে ৷ এমনকি রোহিত শর্মাও পিচের লো-বাউন্সের শিকার হন ৷

আজ রোহিত এবং যশস্বী প্রথম উইকেটে 84 রানের পার্টনারশিপ করেন ৷ তারপর মাত্র 36 রানের মধ্যে 5 উইকেট হারায় ভারত ৷ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন রজত পাতিদার ৷ এদিন রানের খাতাই খুলতে পারলেন না তিনি ৷ পিচের অসমতল বাউন্সের কারণে ভারতের কোনও ব্যাটারই স্বচ্ছন্দে খেলতে পারছেন না ৷ ফলে 192 রান তুলতে ভারতীয় ব্যাটারদের আরও অনেক ঘাম ঝরাতে হবে ৷ উল্লেখ্য, বেলা বাড়ার সঙ্গে যত রাঁচির তাপমাত্রা বাড়ছে, চতুর্থ দিনে তত কঠিন হয়ে উঠছে ব্যাটিং ৷ দ্বিতীয় ইনিংসে ভারতের প্রথম পাঁচ উইকেট নিয়েছে ইংল্যান্ডের স্পিনাররা ৷

এদিন মধ্যাহ্নভোজের পর প্রথম ওভারেই রবীন্দ্র জাদেজা এবং সরফরাজ খান পরপর আউট হয়ে প্যাভিলয়নে ফেরেন ৷ অভিষেক টেস্টের দুই ইনিংসেই ঝোড়ো হাফ-সেঞ্চুরি করা সরফরাজও আজ কোনও রান না-করেই ফিরলেন ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন শুভমন গিল এবং ধ্রুব জুরেল ৷ প্রথম ইনিংসে 90 রানের ইনিংস খেলা ধ্রুব জুরেল ভারতকে ভরসা জোগাচ্ছেন ৷ উল্লেখ্য গত দুই টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফর্ম্যান্স করেছিলেন শুভমন গিল ৷ বিশাখাপত্তনমে সেঞ্চুরি ও রাজকোটে হাফ-সেঞ্চুরি করেন ৷ ফলে এই দু’জন ভারতের 192 রানের লক্ষ্যে পৌঁছাতে এই মুহূর্তে ভরসা ৷

ছবি সৌজন্য- বিসিসিআই এক্স

আরও পড়ুন:

  1. 'বাঁ-হাতি শেন ওয়ার্নের মতো বল করেছে', কুলদীপের প্রশংসায় ভন
  2. ষষ্ঠ ইনস্টা পোস্টে লাইক ছুঁল এক কোটির অঙ্ক, প্রথম ভারতীয় হিসেবে সোশাল মিডিয়াতেও নজির কোহলির
Last Updated : Feb 26, 2024, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details