রাজকোট, 28 জানুয়ারি: আন্তর্জাতিক ক্রিকেটে 437 দিন পর প্রত্যাবর্তন হয়েছে মহম্মদ শামির ৷ এদিন জোড়া উইকেট পেলেই কপিল দেব, অনিল কুম্বলেদের সঙ্গে 450 আন্তর্জাতিক উইকেটের এলিট ক্লাবে নাম লেখাবেন ভারতীয় পেসার ৷ বাংলার পেসারের জন্য মঞ্চটা তৈরিই ছিল ৷ সেই মঞ্চেই যাবতীয় রোশনাই নিয়ে চলে গেলেন কলকাতারই আরেক তারকা ৷ কলকাতা নাইট রাইডার্সের তারকা স্পিনারের দৌলতে ইংল্যান্ডের ইনিংস শেষ হল 171 রানে ৷ 5 উইকেট নিলেন বরুণ চক্রবর্তী ৷
দু’ম্যাচ হেরে রাজকোটে খেলতে নেমেছে ইংল্যান্ড ৷ সিরিজ বাঁচিয়ে রাখতে গেলে এই ম্যাচে ‘থ্রি লায়ন্স’কে জিততেই হবে ৷ শুরুতেই হার্দিক পান্ডিয়ার বলে ফিল সল্ট ফিরলেও সেই লক্ষ্যে এগোচ্ছিল বেন ডাকেট ও জস বাটলারের জুটি ৷ 28 রান করেন ডাকেট ৷ ইংল্যান্ড ওপেনারের ইনিংস সাজানো 7টি চার ও 2টি ছয়ে ৷
সেখান থেকে খেলাটা ধরেন বরুণ চক্রবর্তী ৷ দুরন্ত ঘূর্ণিতে জস বাটলার (22 বলে 24 রান) ফেরার পর থেকেই ধসে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ৷ একমাত্র লিয়াম লিভিংস্টোন (24 বলে 43 রান) ছাড়া বাকিরা ব্যর্থ ৷ কোনও ব্যাটারই 10 রানের গণ্ডি টপকাতে পারেনি ৷ 2টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেলের ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট ৷