হায়দরাবাদ, 26 জানুয়ারি: তিনটে ফ্রন্টলাইন স্পিনার, সঙ্গে পার্টটাইম স্পিন অপশন জো রুট ৷ তাও হায়দরাবাদ টেস্টের দ্বিতীয়দিনে ভারতের বিরুদ্ধে দাঁত ফোঁটাতে ব্যর্থ হল ইংল্যান্ড ৷ দিনের শেষে স্কোরবোর্ড বলছে, ভারত 7 উইকেট হারিয়ে 421 রান ৷ কিন্তু, আসল পরিসংখ্যানটা হল ভারত ইংল্যান্ডের প্রথম ইনিংসের থেকে 175 রানের লিড নিয়েছে ৷ যেখানে প্রথমদিনে যস্বশী জয়সওয়ালের (80) পর, দ্বিতীয়দিনে কেএল রাহুল (86) এবং রবীন্দ্র জাদেজার (81) অপরাজিত ইনিংস রয়েছে ৷
কিন্তু, এখানেও রয়েছে একাধিক প্রশ্ন ৷ আর তা হল, ভারতীয় টপ-অর্ডার ব্যাটারদের অ্যাপ্রোচ ৷ যস্বশী, শুভমন, শ্রেয়স এবং কেএল, ভারতের এই চার ব্যাটার সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ ৷ যস্বশী যেমন দিনের প্রথম ওভারেই অতি আগ্রাসন দেখাতে গিয়ে জো রুটকে উইকেট দিয়ে এলেন 80 রানে ৷ টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি মাঠেই ফেলে এলেন তিনি ৷ তেমনি শুভমন গিল (23) সেট হয়ে গিয়েও দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেললেন ৷ তাঁর শট খেলার ধরন দেখে মনে হয়নি এটা কোনও টেস্ট ম্যাচ চলছে ৷
প্রায় একই গল্প শ্রেয়স আইয়ারের (35) ক্ষেত্রেও ৷ মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় ওভারেই লেগস্পিনার রেহান আহমেদকে মিড-উইকেটের উপর দিয়ে স্লগ স্যুইপে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিলেন ৷ যেখানে উলটোদিকে কেএল রাহুল তখন হাফ-সেঞ্চুরি করে খেলছেন ৷ যা নিয়ে সুনীল গাভাসকরের মতো প্রাক্তনীরা বেজায় চটেছেন ৷ আর কেএল রাহুলও নিজের উইকেট উপহার দিয়ে এলেন অফস্পিনার টম হার্টলিকে ৷ নির্বিষ শর্ট-পিচ বলে পুল করতে গিয়ে শ্রেয়সের কায়দায় আউট হলেন তিনি ৷ যদিও, রাহুলের ক্ষেত্রে ওই বল ছক্কা মারার মতোই ছিল ৷ কিন্তু, সেঞ্চুরির দোরগড়ায় এসে ইংল্যান্ডের তরফে দেওয়া প্রলোভন এড়িয়ে যেতেই পারতেন কেএল রাহুল ৷