পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের পাহাড়ে ভারত, সেঞ্চুরির পথে জাদেজা - Ravindra Jadeja

India vs England 1st Test in Hyderabad: আরও একটি টেস্ট তিনদিনে শেষ হওয়ার পথে ! হায়দরাবাদ টেস্টে এখনই 175 রানের লিড নিয়ে ফেলেছে ভারত ৷ যে গতিতে ইনিংস এগোচ্ছে, তাতে তৃতীয় দিনে প্রথম সেশনেই ইনিংস ঘোষণা করে দিতে পারেন রোহিত শর্মা ৷ তৃতীয় ইনিংসে যে রান তাড়া করে লিড নেওয়া ইংল্যান্ডের পক্ষে কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 7:22 PM IST

হায়দরাবাদ, 26 জানুয়ারি: তিনটে ফ্রন্টলাইন স্পিনার, সঙ্গে পার্টটাইম স্পিন অপশন জো রুট ৷ তাও হায়দরাবাদ টেস্টের দ্বিতীয়দিনে ভারতের বিরুদ্ধে দাঁত ফোঁটাতে ব্যর্থ হল ইংল্যান্ড ৷ দিনের শেষে স্কোরবোর্ড বলছে, ভারত 7 উইকেট হারিয়ে 421 রান ৷ কিন্তু, আসল পরিসংখ্যানটা হল ভারত ইংল্যান্ডের প্রথম ইনিংসের থেকে 175 রানের লিড নিয়েছে ৷ যেখানে প্রথমদিনে যস্বশী জয়সওয়ালের (80) পর, দ্বিতীয়দিনে কেএল রাহুল (86) এবং রবীন্দ্র জাদেজার (81) অপরাজিত ইনিংস রয়েছে ৷

কিন্তু, এখানেও রয়েছে একাধিক প্রশ্ন ৷ আর তা হল, ভারতীয় টপ-অর্ডার ব্যাটারদের অ্যাপ্রোচ ৷ যস্বশী, শুভমন, শ্রেয়স এবং কেএল, ভারতের এই চার ব্যাটার সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ ৷ যস্বশী যেমন দিনের প্রথম ওভারেই অতি আগ্রাসন দেখাতে গিয়ে জো রুটকে উইকেট দিয়ে এলেন 80 রানে ৷ টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি মাঠেই ফেলে এলেন তিনি ৷ তেমনি শুভমন গিল (23) সেট হয়ে গিয়েও দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেললেন ৷ তাঁর শট খেলার ধরন দেখে মনে হয়নি এটা কোনও টেস্ট ম্যাচ চলছে ৷

প্রায় একই গল্প শ্রেয়স আইয়ারের (35) ক্ষেত্রেও ৷ মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় ওভারেই লেগস্পিনার রেহান আহমেদকে মিড-উইকেটের উপর দিয়ে স্লগ স্যুইপে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিলেন ৷ যেখানে উলটোদিকে কেএল রাহুল তখন হাফ-সেঞ্চুরি করে খেলছেন ৷ যা নিয়ে সুনীল গাভাসকরের মতো প্রাক্তনীরা বেজায় চটেছেন ৷ আর কেএল রাহুলও নিজের উইকেট উপহার দিয়ে এলেন অফস্পিনার টম হার্টলিকে ৷ নির্বিষ শর্ট-পিচ বলে পুল করতে গিয়ে শ্রেয়সের কায়দায় আউট হলেন তিনি ৷ যদিও, রাহুলের ক্ষেত্রে ওই বল ছক্কা মারার মতোই ছিল ৷ কিন্তু, সেঞ্চুরির দোরগড়ায় এসে ইংল্যান্ডের তরফে দেওয়া প্রলোভন এড়িয়ে যেতেই পারতেন কেএল রাহুল ৷

রবিচন্দ্রন অশ্বিন (1) এ দিন নিজের কলেই রান-আউট হয়েছেন ৷ তবে, যেটা ভারতীয় স্পিনারদের জন্য খুশির খবর, তা হল দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে বল নিচু হওয়া ৷ যার শিকার হলেন কেএস ভরত (41) ৷ রুটকে স্যুইপ শট খেলতে গিয়ে বাউন্স বিট হলেন তিনি ৷ যে উচ্চতায় বল উঠবে বলে আশা করেছিলেন, তার অনেকটা নিচ দিয়ে বল বেরিয়ে যায় ৷ রিভিউ নিলেও, আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে ফিরতে হয় ভারতের উইকেট-কিপার ব্যাটারকে ৷

দ্বিতীয়দিনের শেষে রবীন্দ্র জাদেজা 81 রানে অপরাজিত রয়েছেন ৷ আশা করা হচ্ছে, যস্বশী এবং রাহুলের মতো ভুল না করলে, তৃতীয়দিনের সকালে এই টেস্ট সিরিজের প্রথম সেঞ্চুরি তাঁর ব্যাটে আসছে ৷ তাঁর সঙ্গে রয়েছেন অক্ষর প্যাটেল (35 রানে অপরাজিত) ৷ অক্ষরকেও এ দিন দুরন্ত দেখিয়েছে ৷ তৃতীয়দিনের সকালে এই দুই ব্যাটার আরও 50 রান যোগ করতে পারলে, ইংল্যান্ডের পক্ষে ম্যাচে ফেরা কোনও মতেই সম্ভব হবে না ৷ ভারতীয় স্পিন ত্রয়ী এবং জসপ্রীত বুমরার সামনে 175 রানই পাহাড় প্রমাণ হয়ে উঠতে পারে থ্রি-লায়ন্সের জন্য ৷

আরও পড়ুন:

  1. নিজামের শহরে দুরন্ত জাদেজা, যস্বশী-রাহুলের ব্যাটে বড় রানের লিড ভারতের
  2. চতুর্থবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ারের শিরোপা বিরাটের
  3. রড লেভার এরিনায় ইন্দ্রপতন, চতুর্থ বাছাই সিনারের কাছে হেরে বিদায় জোকারের

ABOUT THE AUTHOR

...view details