ফ্লোরিডা, 15 জুন:চলতি টি-20 বিশ্বকাপের 33তম ম্যাচে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি ৷ ভারতীয় সময় অনুযায়ী, শনিবার (রাত আটটায়) ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু নির্ধারিত সময়ে (শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা) টস করা সম্ভব হয়নি ৷ কারণ ফ্লোরিডার মাঠ ভেজা ৷ আম্পায়াররা এক ঘণ্টা অন্তর দু'বার মাঠ পরিদর্শন করেন ৷ তারপর জানিয়ে দেন ভিজে আউটফিল্ডের জন্য ভেস্তে গেল ফ্লোরিডার ভারত-কানাডা ম্যাচ ৷ তবে তাতে কোনও সমস্যা হল না রোহিতদের ৷ সুপার এইটে তাঁরা আগেই পৌঁছে গিয়েছেন ৷ তাই আজকের কানাডার কাছে এই ম্যাচটি ছিল নিছক নিয়ম রক্ষার লড়াই ৷ রোহিতদের পয়েন্ট 7 ৷ 4টি ম্যাচের 3টিতে জয় নিয়ে ভারত গ্রুপ টপার ৷
ফ্লোরিডায় গত কয়েক দিন ধরে বৃষ্টি চলছে। তার প্রভাব পড়েছে খেলায়। শুক্রবার আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। অনেক চেষ্টা করেও মাঠ শোকাতে পারেননি কর্মীরা। শনিবার ভারত-কানাডা ম্যাচেও সেই একই ছবিই দেখা গেল। এদিন আইসিসি ও বিসিসিআইয়ের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, "ফ্লোরিডায় ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে ৷ ভারত-কানাডা দলকে এক পয়েন্ট করে দেওয়া হয় ৷ এই ম্যাচ কোনও বল গড়ানো ছাড়াই শেষ হয়েছে ৷"