পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফ্লোরিডায় ফের বাধ সাধল বৃষ্টি, পিছিয়ে গেল ভারত-কানাডা ম্যাচের টস - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

India vs Canada Match's Toss Delayed Due to Wet Outfield: ফ্লোরিডায় বৃষ্টি হয়েই চলেছে ৷ তার জেরে শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) ভেস্তে গিয়েছে আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ ৷ এবার ভারত-কানাডা ম্যাচেও কাঁটা হয়ে দাঁড়াল বৃষ্টি ৷ শনিবার (ভারতীয় সময় অনুযায়ী রাত আটটায়) আইসিসি ও বিসিসিআই-এর তরফে এক্সে জানানো হয়, মাঠ ভিজে থাকার কারণে ভারত-কানাডা ম্যাচের টস পিছিয়ে গিয়েছে ৷

IND vs CAN
ফ্লোরিডার মাঠ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 7:55 PM IST

Updated : Jun 15, 2024, 9:33 PM IST

ফ্লোরিডা, 15 জুন:টি-20 বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স দারুণ ৷ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ, গ্রুপ পর্ব শুরু হওয়ার পর প্রথমে আয়ারল্যান্ড পরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও তৃতীয় ম্যাচে আয়োজক দেশ আমেরিকাকে হারিয়ে শেষ আটে পৌঁছে গিয়েছে রোহিত অ্যান্ড কোং ৷ শনিবারের ম্যাচে গ্রুপ-এ'র চতুর্থ তথা শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ কানাডা ৷ ফলাফল যাই হোক না কেন ভারতই থাকবে টেবিল টপার ৷ তবে রোহিতদের কাছে আজকের খেলা সুপার এইটের প্রস্তুতি ম্যাচ হিসাবে বিবেচিত হচ্ছে ৷ কিন্তু তাতে বাধা দিল বৃ্ষ্টি ৷

গত কয়েক দিন ধরে ফ্লোরিডায় বৃষ্টি হয়ে চলেছে। শনিবারও বৃষ্টির পূর্বাভাস ছিল। ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডের মাঠ বৃষ্টিতে ভিজে ৷ তাই নির্ধারিত সময়ে টসই হল না ৷ মাঠ ভিজে থাকায় ভারত-কানাডা ম্যাচ শুরু করা সম্ভব হল না ৷ বিসিসিআইয়ের তরফে আরও জানানো হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী রাত আটটায় আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামবেন।

এদিকে সেই সময়েই ম্যাচ শুরু হওয়ার কথা । তাই পিছিয়ে গেল টস ৷ অবধারিতভাবে পিছবে ম্যাচ শুরুর সময়ও। তবে, আশার আলো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না ৷ এর পাশাপাশি আইসিসির তরফে এক্সে জানানো হয়, ভেজা আউটফিল্ডের কারণে ভারত ও কানাডার ম্যাচের টস শুরু হয়নি ৷ পরবর্তীতে মাঠ পরিদর্শন হবে আমেরিকার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় ৷

আপাতত সাড়ে দশটায় একবার পরিদর্শনের পর ফের আরও একবার পরিদর্শন হবে ৷ দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও শরাফুদ্দৌলা মাঠ পর্যবেক্ষণ করেন ৷ তখনই সিদ্ধান্ত হয় এই অবস্থায় এখনও খেলার পরিস্থিতি তৈরি হয়নি ৷ আমেরিকার স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটা ও ভারতীয় সময় রাত ন'টায় ফের একবার পরিদর্শন হবে। তাই ক্রিকেটভক্তদের অপেক্ষা করতে হবে ৷

  • ভারত গ্রপের প্রথম 3টি ম্যাচ খেলে নিউ ইয়র্কে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে দেয় ভারত। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 6 রানে পরাজিত করে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে আমেরিকার বিরুদ্ধে 7 উইকেটে জয় তুলে নেন মেন ইন ব্লু ৷
Last Updated : Jun 15, 2024, 9:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details