চেন্নাই, 21 সেপ্টেম্বর:দিনকয়েক আগে সৌরভ গঙ্গোপাধ্যায় ঋষভ পন্তকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন ৷ জানিয়েছিলেন বাঁ-হাতি স্টাম্পার-ব্যাটারের মধ্যে সর্বকালের সেরা হওয়ার সব রসদ রয়েছে ৷ সর্বকালের সেরা পন্ত হবেন কি না, সেটা সময় বলবে ৷ তবে চেন্নাই টেস্টে শতরান করে পন্ত বোঝালেন লাল বলের ক্রিকেটে সত্যিই তিনি লম্বা রেসের ঘোড়া ৷ 632 দিন পর গত পরশু টেস্ট ক্রিকেটে প্রত্য়াবর্তনের পর শনিবার চিপকে শতরান হাঁকালেন ঋষভ পন্ত ৷ তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতির ঠিক পরেই টেস্ট ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করলেন পন্ত ৷
সেঞ্চুরি এল আরেক ব্যাটার শুভমন গিলের ব্য়াটেও ৷ প্রথম ইনিংসে শূন্যে আউট হয়ে ব্য়াপক সমালোচনার শিকার হওয়া গিল লাল বলের ক্রিকেটে তাঁর প্রয়োজনীয়তা বোঝালেন দ্বিতীয় ইনিংসে ৷ বাংলাদেশ বোলারদের দক্ষ হাতে সামলে পাঁচদিনের ক্রিকেটে পঞ্চম শতরানটি পূর্ণ করলেন পঞ্জাব তনয় ৷ 4 উইকেটে 287 রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করল ভারত ৷ সবমিলিয়ে ম্যাচ জিততে বাংলাদেশের দরকার 515 রান ৷