পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সেঞ্চুরিতে প্রত্যাবর্তন সাজালেন পন্ত, শতরান গিলেরও; বাংলাদেশের কাঁধে রানের পাহাড় - INDIA vs BANGLADESH TEST - INDIA VS BANGLADESH TEST

RISHABH PANT AND SHUBMAN GILL HIT CENTURY: তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতির ঠিক পরেই সেঞ্চুরি পূর্ণ করলেন পন্ত ৷ টেস্ট ক্রিকেটে তাঁর ষষ্ঠ শতরান এটি ৷ অন্যদিকে লাল বলের ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি এল শুভমন গিলের ব্য়াটে ৷ ম্য়াচ জিততে বাংলাদেশের সামনে কত রানের লক্ষ্যমাত্রা?

RISHABH PANT HITS CENTURY ON COMEBACK
সেঞ্চুরিতে প্রত্যাবর্তন পন্তের (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 21, 2024, 12:33 PM IST

Updated : Sep 21, 2024, 1:08 PM IST

চেন্নাই, 21 সেপ্টেম্বর:দিনকয়েক আগে সৌরভ গঙ্গোপাধ্যায় ঋষভ পন্তকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন ৷ জানিয়েছিলেন বাঁ-হাতি স্টাম্পার-ব্যাটারের মধ্যে সর্বকালের সেরা হওয়ার সব রসদ রয়েছে ৷ সর্বকালের সেরা পন্ত হবেন কি না, সেটা সময় বলবে ৷ তবে চেন্নাই টেস্টে শতরান করে পন্ত বোঝালেন লাল বলের ক্রিকেটে সত্যিই তিনি লম্বা রেসের ঘোড়া ৷ 632 দিন পর গত পরশু টেস্ট ক্রিকেটে প্রত্য়াবর্তনের পর শনিবার চিপকে শতরান হাঁকালেন ঋষভ পন্ত ৷ তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতির ঠিক পরেই টেস্ট ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করলেন পন্ত ৷

সেঞ্চুরি এল আরেক ব্যাটার শুভমন গিলের ব্য়াটেও ৷ প্রথম ইনিংসে শূন্যে আউট হয়ে ব্য়াপক সমালোচনার শিকার হওয়া গিল লাল বলের ক্রিকেটে তাঁর প্রয়োজনীয়তা বোঝালেন দ্বিতীয় ইনিংসে ৷ বাংলাদেশ বোলারদের দক্ষ হাতে সামলে পাঁচদিনের ক্রিকেটে পঞ্চম শতরানটি পূর্ণ করলেন পঞ্জাব তনয় ৷ 4 উইকেটে 287 রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করল ভারত ৷ সবমিলিয়ে ম্যাচ জিততে বাংলাদেশের দরকার 515 রান ৷

শতরান পূর্ণ করার পর এদিন দীর্ঘায়িত হয়নি পন্তের ইনিংস ৷ 128 বলে 109 রান করে মেহিদি হাসানের শিকার হন তিনি ৷ প্রত্য়াবর্তনে শতরান হাঁকিয়ে এদিন মহেন্দ্র সিং ধোনির নজিরও স্পর্শ করেন পন্ত ৷ টেস্টে ভারতীয় স্টাম্পার-ব্য়াটার হিসেবে সর্বাধিক শতরানের নিরিখে এদিন মাহিকে ছুঁলেন পন্ত ৷

81 রানে তিন উইকেট নিয়ে চিপকে তৃতীয়দিন খেলা শুরু করে ভারত ৷ গিল-পন্তের দাপটে মধ্যাহ্নভোজের বিরতিতে রোহিতরা এগিয়ে ছিলেন 432 রানে ৷ 86 রানে অপরাজিত ছিলেন গিল, পন্ত অপরাজিত ছিলেন 82 রানে ৷ কিন্তু বিরতির পর গিলকে টপকে প্রথমে শতরান পূর্ণ করেন পন্ত ৷ 124 বলে সেঞ্চুরি আসে স্টাম্পার-ব্যাটারের ৷ শেষ পর্যন্ত 13টি চার ও 4টি ছয় মেরে 109 রানে ফেরেন তিনি ৷ চতুর্থ উইকেটে 167 রান যোগ করে গিল-পন্ত জুটি ৷

পন্ত ফিরে যাওয়ার পর শতরান পূর্ণ করেন গিলও ৷ শেষপর্যন্ত 176 বলে 119 রানে অপরাজিত থাকেন গিল ৷ মারেন 10টি চার, 4টি ছক্কা ৷ 19 বলে 22 রানে অপরাজিত থাকেন কেএল রাহুল ৷ মেহিদি হাসান মিরাজ নেন 2টি উইকেট ৷

Last Updated : Sep 21, 2024, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details