কানপুর, 27 সেপ্টেম্বর: আবারও বল-হাতে ভারতকে সাফল্য এনে দিলেন আকাশদীপ ৷ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও প্রথম ওভারেই উইকেট পেলেন তিনি ৷ আজ ভারতের হয়ে প্রথম উইকেটও তাঁর ৷ জসপ্রীত বুমরা দূরন্ত শুরু করলেও উইকেট পাননি ৷
মহম্মদ সিরাজের বোলিংয়ে সুযোগ তৈরি হলেও, বাংলাদেশের ব্যাটাররা সহজে রান তুলতে থাকেন ৷ তবে, তৃতীয় পেসারের ভূমিকায় নেমে প্রথম ওভারেই ওপেনার জাকির হাসানকে (0) আউট করেন আকাশদীপ ৷
কানপুরের মেঘলা আবহাওয়ায় এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ শুরু থেকেই বাংলাদেশ ব্যাটারদের চাপে রেখেছিলেন পেসার বুমরা ৷ তাঁর প্রথম তিন ওভার ছিল মেডেন ৷ তবে, উলটোদিক থেকে মহম্মদ সিরাজের বোলিংয়ে রান উঠছিল ৷ ফলে কিছুক্ষণের মধ্যেই অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে আসেন অধিনায়ক রোহিত ৷ কিন্তু, তিনিও উইকেট তুলতে পারেননি ৷ নবম ওভারে আকাশদীপকে আক্রমণকে আনতেই গালি-পয়েন্টে যশস্বী জয়সওয়ালের হাতে জাকির হাসানকে আউট করেন আকাশ ৷ এরপর 13 নম্বর ওভারে অপর ওপেনার শাদমান ইসলামকে (24 রান) ফেরান তিনি ৷
উল্লেখ্য, কানপুর টেস্টে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার সামনে রেকর্ডের হাতছানি রয়েছে ৷ এই ম্যাচে 129 রান করলে টেস্টে 9 হাজার রান পূরণ হবে বিরাটের ৷ অন্যদিকে, রবীন্দ্র জাদেজা তাঁর 300 টেস্ট উইকেট থেকে একধাপ দূরে রয়েছেন ৷ শেন ওয়ার্নের পর দ্বিতীয় দ্রুততম 3 হাজার রান ও 300 উইকেট নেওয়ার সুযোগ রয়েছে জাদেজার কাছে ৷
এদিন নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা দেরিতে দ্বিতীয় টেস্ট শুরু হয় ৷ রাতভর বৃষ্টির জেরে আউটফিল্ড ভেজা ছিল ৷ ফলে টসও একঘণ্টা দেরিতে হয় ৷ সেই মতো বিকেল সাড়ে চারটের বদলে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথমদিনের খেলার সময় সাড়ে পাঁচটা পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ তবে, ততক্ষণ খেলা হবে কি না, তা নির্ভর করবে পর্যাপ্ত আলোর উপর ৷