অ্য়াডিলেড, 6 ডিসেম্বর:পারথে সিরিজের প্রথম ম্যাচে একপেশে জয় ৷ মানসিকভাবে এগিয়ে থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ৷ অ্যাডিলেড ওভালে টস জিতলেন রোহিত শর্মা ৷ খানিকটা প্রত্যাশিতভাবেই প্রথমে ব্যাট করছে ভারত ৷ গোলাপি বল টেস্টে দলে এলেন রোহিত শর্মা, শুভমন গিল ও রবিচন্দ্রন অশ্বিন ৷
বসলেন প্রথম টেস্টের একাদশে থাকা ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল ও ওয়াশিংটন সুন্দর ৷ দিন-রাতের টেস্টে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকবে টিম ইন্ডিয়া ৷ 2020-21 সিরিজে 36 রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল । বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে বদলা নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের সামনে ৷
প্রথম এবং দ্বিতীয় টেস্টের মধ্যে 10 দিনের ব্যবধান ৷ একপেশেভাবে প্রথম টেস্ট জেতার পর এবার দ্বিতীয় টেস্ট মুঠোয় পুরতে চাইবে ভারত । কিন্তু সমস্যা এখন অ্যাডিলেড ওভালের আবহাওয়া ৷ পূর্বাভাস ছিল, বৃষ্টিতে ভেসে যেতে পারে প্রথম দিনের খেলা ৷ এখনও বৃষ্টি না-হলেও সকাল থেকেই মুখভার অ্যাডিলেডের আকাশের ৷
|