পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভয়ংকর বুমরা-সিরাজ ! পারথ টেস্টে জয়ের হাতছানি ভারতের সামনে

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট জিততে ভারতের দরকার মাত্র 3টি উইকেট ৷ অজিদের করতে হবে 352 রান ৷

IND vs AUS
পারথ টেস্ট জিততে ভারতের দরকার 4 উইকেট (আইএএনএস ফোটো)

By ETV Bharat Sports Team

Published : Nov 25, 2024, 11:26 AM IST

Updated : Nov 25, 2024, 11:42 AM IST

পারথ, 25 নভেম্বর: অজিদের সামনে রানের পাহাড় গড়ে কাজটা সেরে ফেলেছিলেন বিরাট কোহলি, জশস্বী জয়সওয়ালরা ৷ বাকি কাজটা করলেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ ৷ 534 রানের পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 182 রানে 7 উইকেট হারিয়ে ধুঁকছে অজিরা ৷ আর 3 উইকেট ফেললেই বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট পকেটে পুরবে ভারত ৷

দ্বিতীয় ইনিংসে ভারত ডিক্লেয়ার করে 487 রানে ৷ বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তৃতীয় দিনেই 3 উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া ৷ চতুর্থদিনের শুরু থেকেই একই রকম ভয়ংকর বুমরা-সিরাজরা ৷ এদিন প্রথম ওভারেই তারিক উসমান খোয়াজাকে ফেরান সিরাজ ৷ পন্থের হাতে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়েন স্টিভ স্মিথও ৷ সিরাজের স্যুইং বুঝতেই পারেননি প্রাক্তন অজি অধিনায়ক ৷

5 উইকেট হারানোর পর উইকেটে থিতু হতে শুরু করেছিলেন ট্রাভিস হেড ও মিচেল মার্শের জুটি ৷ ষষ্ট উইকেটে 87 বলে 82 রান তোলে মার্শ-হেড জুটি ৷ দুরন্ত বলে হেডকে ড্রেসিংরুমে ফেরত পাঠায় বুমরার বিষাক্ত ডেলিভারি ৷ 101 বলে 89 রানের ইনিংস খেলে ফেরেন অজিদের বিশ্বকাপের নায়ক ৷

ওয়াকা স্টেডিয়ামে 2007-08 সিরিজে অজিদের হারালেও অটপাস স্টেডিয়ামে জেতা হয়নি ভারতের ৷ 2018 সালে প্রথমবার পারথের অপটাস স্টেডিয়ামে খেলে ভারত-অস্ট্রেলিয়া ৷ ওই ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করলেও জেতা হয়নি ভারতের ৷ অজিরাও পারথের এই নয়া স্টেডিয়ামে টেস্টে এতদিন অপরাজিত ছিল ৷ এদিন জিতলে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হওয়ার লজ্জা পেরিয়ে ক্যাঙারুর দেশে ইতিহাস গড়বে ভারত ৷

আরও পড়ুন

Last Updated : Nov 25, 2024, 11:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details