অ্যাডিলেড, 7 ডিসেম্বর: 86 রান থেকে ব্য়াটিং করতে নেমে অস্ট্রেলিয়া থেমেছে 337 রানে ৷ 140 রানের দুরন্ত ইনিংসে দলকে চালকের আসনে ঠেলে দিয়েছেন ‘ঘরের ছেলে’ ট্রাভিস হেড ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত দ্বিতীয় দিনের শেষে 128/5 ৷ অ্যাডিলেড ওভালে একদিনে পড়ল 14টি উইকেট ৷
157 রানের লিড ৷ দ্বিতীয় দিনের শেষে সেটাই ফাঁস হয়ে বসল টিম ইন্ডিয়ার উপর ৷ ব্যাট করতে নেমে একঘণ্টার মধ্যে 5 উইকেট হারাল ভারত ৷ ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের রথী-মহারথীরা ৷ দ্বিতীয় দিনের শেষে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ পিছিয়ে 29 রানে ৷ ফলে ক্রমশ কমছে পিঙ্ক বল টেস্ট জয়ের আশা ৷
সেরা সময় পেরিয়ে এসেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ৷ ফলে প্রতি ম্যাচে নড়বড়ে দেখাচ্ছে দুই ব্যাটারকে ৷ প্রথম টেস্টের পর নিজেকে ওপেনিং থেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত ৷ বদলে ওপেন করতে নামা কেএল রাহুল-যশস্বী জয়সওয়াল জুটির গোটা ম্যাচে অবদান 12 রান ৷ ফলে দু’ইনিংসের শুরুতেই চাপ বেড়েছে ব্যাটিং লাইন-আপে ৷ সেই চাপটাই নিতে পারেননি শুভমন গিল, বিরাট কোহলিরা ৷
প্রথম ইনিংসে গোল্ডেন ডাক করা যশস্বীর শুরু দেখে মনে হয়েছিল, আজ ভরসা যোগাবেন তিনি ৷ যদিও ইনিংস বড় করতে পারেননি তিনি ৷ প্রথম ইনিংসের পর এই ইনিংসেও কোহলি ফিরলেন আপাত নিরীহ বলে ভুল জাজমেন্ট দিয়ে ৷ ডিফেন্স করতে গিয়ে বিরাটের ব্যাটের কানায় লেগে বল চলে যায় কিপারের কাছে ৷ বলের লাইনই বুঝতে পারলেন না রোহিত শর্মা ৷ মিডল অর্ডারে হিটম্যানে রেকর্ড খুব একটা সুখকর নয় ৷ ফলে দলের স্বার্থে অধিনায়ক জায়গা ছাড়লেও তা বিশেষ ফলপ্রসূ হচ্ছে না ৷
প্রথম ইনিংসে 6 উইকেট নেওয়া মিচেল স্টার্ক দুরন্ত বলে ফিরিয়েছেন শুভমনকে ৷ বাকি চারটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন প্যাট কামিন্স ও স্কচ বোল্যান্ড ৷ টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় একশো পেরিয়েই সাজঘরে ফিরে যান টিম ইন্ডিয়ার অর্ধেক ব্যাটার ৷ দ্বিতীয় দিনের শেষ ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও নীতিশ কুমার রেড্ডি ৷ শেষ কয়েকটি টেস্টে একাধিকবার ভারতকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব বর্তেছে দুই ব্যাটারের কাঁধে ৷ তরুণ ব্যাটারকে সঙ্গে করে গোলাপি বলে পন্থ কী ম্যাজিক দেখান, তৃতীয় দিনে তা দেখতে মুখিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব ৷