কানপুর, 30 সেপ্টেম্বর: ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে ইংল্যান্ডের কোচ হয়ে আসার পর 'বাজবল' চালু করেছিলেন ব্র্যান্ডন ম্য়াককালাম ৷ সোমবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সেই বাজবলেরই আপডেটেড ভার্সন দেখল ক্রিকেট অনুরাগীরা ৷ চতুর্থদিন কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে যে নির্দয় ব্যাটিং ভারতীয় ব্যাটাররা করলেন, তাতে অনুরাগীরা মজার ছলেই বলছেল; গৌতম গম্ভীর জমানায় বুঝি 'বাজবল প্রো-ম্য়াক্স' শুরু করলেন রোহিতরা ৷ সে যাইহোক, বিপক্ষ বোলারদের নির্মম প্রহার করে এদিন টেস্ট ক্রিকেটে দ্রুততম 50, 100, 200 এবং 250 রানের নজির গড়ল ভারত ৷
দু'দিন বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পরেও কানপুর টেস্টের নিষ্পত্তি করতে মরিয়া ভারত ৷ আর সেই লক্ষ্যেই চতুর্থদিন দ্বিতীয় সেশনে বাংলাদেশকে অলআউট করার পর মারকাটারি ব্য়াটিং শুরু করে টিম ইন্ডিয়া ৷ দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র তিন ওভারে 50 রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত ৷ দ্রুততম হিসেবে বিশ্বরেকর্ড গড়ার পথে ইংল্যান্ডকে (4.2 ওভার) টপকে যায় ভারত ৷ এরপর রোহিত আউট হলেও শুভমান গিলকে নিয়ে দ্রুততম 100 রানের নজির গড়েন যশস্বী জয়সওয়াল ৷