বিশাখাপত্তনম, 5 ফেব্রুয়ারি: জিমি অ্যান্ডারসন তৃতীয়দিনের খেলা শেষে বলেছিলেন, তাঁরা 60 থেকে 70 ওভারের মধ্যে 399 রানের লক্ষ্যে পৌঁছাবেন ৷ সোমবার সকালে প্রথম সেশন থেকে সেই মেজাজেই ব্যাটিং শুরু করল ইংল্যান্ড ৷ তাদের আবির্ভাব করা 'বাজবল' ক্রিকেটে প্রাথমিকভাবে ভারতকে ব্যাকফুটে ঠেলেও দেন জ্যাক ক্রলিরা ৷ কিন্তু, বেশিক্ষণ স্থায়ী হল না ইংল্যান্ডের 'বাজবল' ৷ রবিচন্দ্রন অশ্বিনের দাপুটে বোলিংয়ে ধরাশায়ী হল ইংল্যান্ডের টপ ও মিডল-অর্ডার ৷ পাঁচশো উইকেট থেকে আর একধাপ দূরে রয়েছেন অশ্বিন ৷ অক্ষর, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা একটি করে উইকেট নিয়েছেন ৷ মধ্যাহ্নভোজের বিরতিতে ব্রিটিশদের স্কোর 6 উইকেট হারিয়ে 194 রান ৷
অর্থাৎ, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের সমতা ফেরানো থেকে আর চারধাপ দূরে রয়েছেন রোহিত শর্মারা ৷ চতুর্থদিনের প্রথম সেশনে ভারতীয় বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেটকেই হাতিয়ার করেছিল থ্রি-লায়ন্স ৷ কিন্তু ক্রিকেটের কুলীন ফরম্যাটে অতি আগ্রাসন যে বিপজ্জনক হয়ে উঠতে পারে, তা আরও একবার ব্রিটিশদের টের পাইয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিনরা ৷ শুরুতে ভারতীয় বোলারদের কিছুটা ছন্নছাড়া মনে হলেও সময়ের সঙ্গে নিজেদের সামলে নেন তাঁরা ৷ আর তারপরেই শুরু হয় ইংল্যান্ড ব্যাটিং অর্ডারের পতন ৷