পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হার, পয়েন্ট তালিকায় পাঁচে নামল ভারত - ভারত বনাম ইংল্যান্ড

WTC Standings: এক ম্যাচ হারের ধাক্কা মারাত্মকভাবে লাগলো ভারতের ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে একধাক্কায় 5 নম্বরে নেমে গেল ভারতীয় দল ৷ বাংলাদেশের থেকেও নিচে রয়েছেন রোহিত শর্মারা ৷ অন্যদিকে, গতকাল রান-আউট হওয়ার সময় পাওয়া চোটের জেরে পরের ম্যাচে হয়তো নেই রবীন্দ্র জাদেজা ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 3:34 PM IST

Updated : Jan 29, 2024, 4:39 PM IST

হায়দরাবাদ, 29 জানুয়ারি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল ভারত ৷ হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে জঘন্য হারের পর পয়েন্ট টেবিলে পাঁচে নেমে গিয়েছে রোহিত শর্মার দল ৷ তারা এই মুহূর্তে বাংলাদেশের থেকেও পিছনে রয়েছে ৷ প্রতিবেশী দেশ এই মুহূর্তে চারে আছে ৷ এই মুহূর্তে ভারতের জয়ের শতাংশ 43.33 ৷ সেখানে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ পঞ্চাশ শতাংশ ম্যাচ জিতে যথাক্রমে দুই, তিন ও চার নম্বরে রয়েছে ৷

55 শতাংশ জয়ের নিরিখে এক নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৷ ম্যাচ হারার আগে ভারত চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 54.16 শতাংশ জয়ের নিরিখে দ্বিতীয়স্থানে ছিল ৷ উল্লেখ্য, দেড়দিনের বেশি সময় হাতে নিয়ে 231 রান তাড়া করতে নেমেছিল ভারত ৷ কিন্তু, মাত্র 119 রানে 7 উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করে ভারতীয় দল ৷ চতুর্থদিন এরপর রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রীকর ভরত একটা চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, তা যথেষ্ট ছিল না ৷ শেষমেশ 202 রানে অলআউট হয়ে যায় ভারত ৷ হায়দরাবাদের ঘূর্ণি পিচে 28 রানে ম্যাচ হারেন রোহিতরা ৷ যেখানে টেস্টে অভিষেক ম্যাচে 7 উইকেট নেন টম হার্টলি ৷

গোদের উপর বিষফোঁড়ার মত আরও একটি খারাপ খবর রয়েছে ভারতীয় দলের জন্য ৷ গতকাল বেন স্টোকসের বলে রান-আউট হওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রবীন্দ্র জাদেজা ৷ কিন্তু কতটা গুরুতর তাঁর চোট, তা নিয়ে কোনও খবর এখনও পাওয়া যায়নি ৷ মাঠ ছাড়ার সময় যথেষ্ট যন্ত্রণার মধ্যে ছিলেন তিনি ৷ এ নিয়ে কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক বৈঠকে এসে গতকাল বলেছিলেন, তিনি জাদেজার চোট নিয়ে কিছুই জানেন না ৷ চিকিৎসক ও টিম ফিজিয়োর সঙ্গে কথা বলেননি তিনি ৷

কিন্তু, হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়লে পুরো সিরিজ থেকে ছিটকে যেতে পারেন জাদেজা ৷ আর তা না হয়ে যদি, শুধু পেশিতে চোট লেগে থাকে, সেক্ষেত্রেও কমপক্ষে একসপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে ৷ ফলে আগামী 2 ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে জাদেজা মাঠে নামবেন কিনা, সে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ এমনকি তিনি দলের সঙ্গে বিশাখাপত্তনমে যাচ্ছেন কিনা, তাও জানা যায়নি ৷ সব মিলিয়ে ম্যাচে হারের পাশাপাশি, রবীন্দ্র জাদেজার মতো গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের চোট ভারতকে বড় সমস্যায় ফেলতে পারে ৷

আরও পড়ুন:

  1. সব ফরম্যাটেই অলরাউন্ডারদের চাহিদা সবচেয়ে বেশি, মত পাঠানের
  2. গাব্বায় ক্যালিপসোর কামাল, 27 বছর পর ডেরায় ঢুকে অজি 'বধ' ওয়েস্ট ইন্ডিজের
  3. নিজামের শহরে 'আইপিএল' এফেক্ট, জঘন্য ব্যাটিংয়ে লজ্জার হার ভারতের
Last Updated : Jan 29, 2024, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details