হায়দরাবাদ, 29 জানুয়ারি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল ভারত ৷ হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে জঘন্য হারের পর পয়েন্ট টেবিলে পাঁচে নেমে গিয়েছে রোহিত শর্মার দল ৷ তারা এই মুহূর্তে বাংলাদেশের থেকেও পিছনে রয়েছে ৷ প্রতিবেশী দেশ এই মুহূর্তে চারে আছে ৷ এই মুহূর্তে ভারতের জয়ের শতাংশ 43.33 ৷ সেখানে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ পঞ্চাশ শতাংশ ম্যাচ জিতে যথাক্রমে দুই, তিন ও চার নম্বরে রয়েছে ৷
55 শতাংশ জয়ের নিরিখে এক নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৷ ম্যাচ হারার আগে ভারত চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 54.16 শতাংশ জয়ের নিরিখে দ্বিতীয়স্থানে ছিল ৷ উল্লেখ্য, দেড়দিনের বেশি সময় হাতে নিয়ে 231 রান তাড়া করতে নেমেছিল ভারত ৷ কিন্তু, মাত্র 119 রানে 7 উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করে ভারতীয় দল ৷ চতুর্থদিন এরপর রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রীকর ভরত একটা চেষ্টা করেছিলেন ৷ কিন্তু, তা যথেষ্ট ছিল না ৷ শেষমেশ 202 রানে অলআউট হয়ে যায় ভারত ৷ হায়দরাবাদের ঘূর্ণি পিচে 28 রানে ম্যাচ হারেন রোহিতরা ৷ যেখানে টেস্টে অভিষেক ম্যাচে 7 উইকেট নেন টম হার্টলি ৷
গোদের উপর বিষফোঁড়ার মত আরও একটি খারাপ খবর রয়েছে ভারতীয় দলের জন্য ৷ গতকাল বেন স্টোকসের বলে রান-আউট হওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রবীন্দ্র জাদেজা ৷ কিন্তু কতটা গুরুতর তাঁর চোট, তা নিয়ে কোনও খবর এখনও পাওয়া যায়নি ৷ মাঠ ছাড়ার সময় যথেষ্ট যন্ত্রণার মধ্যে ছিলেন তিনি ৷ এ নিয়ে কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক বৈঠকে এসে গতকাল বলেছিলেন, তিনি জাদেজার চোট নিয়ে কিছুই জানেন না ৷ চিকিৎসক ও টিম ফিজিয়োর সঙ্গে কথা বলেননি তিনি ৷
কিন্তু, হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়লে পুরো সিরিজ থেকে ছিটকে যেতে পারেন জাদেজা ৷ আর তা না হয়ে যদি, শুধু পেশিতে চোট লেগে থাকে, সেক্ষেত্রেও কমপক্ষে একসপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে ৷ ফলে আগামী 2 ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে জাদেজা মাঠে নামবেন কিনা, সে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ এমনকি তিনি দলের সঙ্গে বিশাখাপত্তনমে যাচ্ছেন কিনা, তাও জানা যায়নি ৷ সব মিলিয়ে ম্যাচে হারের পাশাপাশি, রবীন্দ্র জাদেজার মতো গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের চোট ভারতকে বড় সমস্যায় ফেলতে পারে ৷
আরও পড়ুন:
- সব ফরম্যাটেই অলরাউন্ডারদের চাহিদা সবচেয়ে বেশি, মত পাঠানের
- গাব্বায় ক্যালিপসোর কামাল, 27 বছর পর ডেরায় ঢুকে অজি 'বধ' ওয়েস্ট ইন্ডিজের
- নিজামের শহরে 'আইপিএল' এফেক্ট, জঘন্য ব্যাটিংয়ে লজ্জার হার ভারতের