পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গিলের ব্যাটে সঙ্গ 'সুন্দর' স্পিনের, দ্বিতীয় জয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে এগিয়ে গেল ভারত - India vs Zimbabwe - INDIA VS ZIMBABWE

India vs Zimbabwe 3rd T20I: অধিনায়কের ব্যাটে জিম্বাবোয়েকে 23 রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত ৷ 183 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 159 রানে শেষ আয়োজকদের ইনিংস ৷ শনিবার চতুর্থ ম্যাচে জিতলেই সিরিজ পকেটে 'মেন ইন ব্লু'র ৷

India vs Zimbabwe 3rd T20I
গিলের ব্যাটে জয় ভারতের (বিসিসিআই -এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 9:35 PM IST

হারারে, 10 জুলাই: প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে গত ম্যাচে সমতায় ফিরেছিল ভারত ৷ অভিষেক শর্মার ঐতিহাসিক সেঞ্চুরিতে 100 রানে ম্যাচ জিতলেও অধিনায়ক শুভমন গিলের ফর্ম চিন্তায় রেখেছিল ভারতীয় শিবিরকে ৷ তৃতীয় টি-20 ম্যাচে ফর্ম ফিরে পেলেন গিল ৷ আর অধিনায়কের ব্যাটে জিম্বাবোয়েকে 23 রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত ৷ 183 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 159 রানে শেষ আয়োজকদের ইনিংস ৷

হারারেতে টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গিল ৷ যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং জুটিতে 67 রান তুলে দলকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেন শুভমন ৷ 38 রানে ফেরেন যশস্বী, গত ম্যাচের নায়ক অভিষেক শর্মার সংগ্রহে এদিন মাত্র 10 ৷ এরপর তৃতীয় উইকেটে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে গিলের 72 রানের জুটি দেড়শোর গণ্ডি পার করে দেয় দলের ৷ 49 বলে 66 রান করে আউট হন গিল ৷ মারেন 7টি চার, 3টি ছয় ৷

মারমুখী গায়কোয়াড় খেলেন 28 বলে 49 রানের ইনিংস ৷ মারেন 4টি চার, 3টি ছয় ৷ সঞ্জু স্যামসন এবং রিঙ্কু সিং যথাক্রমে অপরাজিত থাকেন 7 ও 1 রানে ৷ 20 ওভারে 4 উইকেট হারিয়ে 182 রান তোলে টিম ইন্ডিয়া ৷ জবাবে ডিয়ন মায়ার্সের 49 বলে 65 রান কিংবা ক্লাইভ মাডান্ডের 26 বলে ঝোড়ো 37 সত্ত্বেও জয় থেকে বেশ খানিকটা দূরেই থেমে যায় জিম্বাবোয়ে ৷ সৌজন্যে ওয়াশিংটন সুন্দরের 15 রানে 3 উইকেট ৷ যার মধ্যে রয়েছে সিকন্দর রাজা ও মাডান্ডের উইকেট ৷ 2টি উইকেট নেন আবেশ খান ৷

একটি মাত্র উইকেট নিলেও 4 ওভারে মিতব্যয়ী খলিল আহমেদ খরচ করেন মাত্র 15 রান ৷ শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 20 ওভারে 159 রানে থেমে যায় জিম্বাবোয়ে ৷ পাঁচ ম্যাচের সিরিজের পরবর্তী টি-20 আগামী শনিবার ৷ সেই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে ভারতের ৷

ABOUT THE AUTHOR

...view details