হুলুনবুইর (চিন), 16 সেপ্টেম্বর: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অশ্বমেধের ঘোড়া ছুটছেই ৷ রাউন্ড-রবিন পর্বের পাঁচ ম্য়াচের সবক'টি জিতে সেমি নিশ্চিত করা ভারতীয় হকি দল সোমবার পৌঁছে গেল প্রতিযোগিতার ফাইনালে ৷ গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা এদিন শেষ চারে ধরাশায়ী করল কোরিয়াকে ৷ অধিনায়ক হরমনপ্রীত সিং'য়ের জোড়া গোলে ভারত জিতল 4-1 গোলে ৷ বাকি দু'টি গোল করলেন উত্তম সিং এবং জারমনপ্রীত সিং ৷
প্রথম সেমিফাইনালে এদিন পাকিস্তান পরাজিত হওয়ায় ফাইনালে পুনরায় ভারত-পাক দ্বৈরথের সম্ভাবনা ভেস্তে যায় ৷ কিন্তু সেমিফাইনালে ভারতের দাপট কমেনি এতটুকু ৷ শুরু থেকেই কোরিয়ার বিরুদ্ধে এদিন আক্রমণাত্মক খেলা শুরু করে প্রতিযোগিচার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ ব়্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে থাকা কোরিয়াকে এদিন সেভাবে দাঁত ফোটাতে দেননি ভারতীয় প্লেয়াররা ৷ আক্রমণাত্মক হকির ফল ভারত পেয়ে যায় ম্যাচের প্রথম কোয়ার্টারে ৷ 13 মিনিটে উত্তম সিংয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় ভারত ৷