রাঁচি, 26 ফেব্রুয়ারি: রাঁচি টেস্ট জয়ের সঙ্গেই সিরিজও ভারতের ৷ একম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে 3-1 সিরিজ নিজেদের নামে করল রোহিত অ্যান্ড কোং ৷ এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন শুভমন গিল (52 রানে অপরাজিত) এবং ধ্রুব জুরেল (39 রানে অপরাজিত) ৷ 120 রানে 5 উইকেট হারিয়ে একটা সময় চাপে ছিল ভারত ৷ সেখান থেকে দুই তরুণ ব্যাটার শেষ পর্যন্ত টিকে ভারতকে 192 রানের লক্ষ্যে পৌঁছে দিলেন ৷
একেই বলে পারফেক্ট রোলার কোস্টার রাইড ৷ কখনও এগিয়ে ভারত, তো আবার কখনও ইংল্যান্ড ৷ এই চড়াই-উতড়াই পর্ব জারি ছিল রাঁচি টেস্টের প্রথমদিন থেকেই ৷ যা জারি থাকল চতুর্থ দিন ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত ৷ এককথায় সেয়ানে-সেয়ানে টক্কর ৷ কেউ কাউকে একইঞ্চি জমি ছাড়েনি এই টেস্টে ৷ তবে, শেষ হাসি হাসলেন রোহিত শর্মা ৷ তাও আবার আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ এক ব্যাটিং আক্রমণ নিয়ে ৷ শুধু ম্যাচ নয়, 3-1 সিরিজ জিতল ভারত ৷
রাঁচি টেস্টের প্রথম ইনিংসে একটা সময় ইংল্যান্ড 112 রানে 5 উইকেট হারিয়ে চাপে ছিল ৷ মনে করা হচ্ছিল দেড়শো রানের গণ্ডি পেরোতে পারবে কি না ! কিন্তু, সেখান থেকে জো রুট (122 অপরাজিত) লোয়ার মিডল-অর্ডারকে সঙ্গে নিয়ে ব্রিটিশদের সাড়ে তিনশো পার করিয়ে দেন ৷ তার জবাব ভারতও শুরু থেকেই চাপে ছিল ৷ মাঝে যশস্বী ও শুভমন ভারতকে ভরসা দিলেও, ব্যর্থ হয় মিডল-অর্ডার ৷ সেখান থেকে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলা ধ্রুব জুরেল 90 রানের ইনিংস খেলেন ৷ তাঁকে সঙ্গ দেন কুলদীপ যাদব (131 বলে 28 রান) ৷ দু’জনের ব্যাটে ভর করে ভারত 307 রান তোলে প্রথম ইনিংসে ৷