পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিতদের 'ইংরেজ বধ', শুভমন-ধ্রুবের ব্যাটে রাঁচি টেস্ট জিতে সিরিজ পকেটে ভারতের - Ranchi Test

India vs England 4th Test in Ranchi: রাঁচি টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ নিজেদের নামে করল ভারত ৷ শুভমন গিল এবং ধ্রুব জুরেলের চওড়া ব্যাটে ম্যাচ বের করল ভারত ৷

Image Courtesy: Getty Images
Image Courtesy: Getty Images

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 1:44 PM IST

Updated : Feb 26, 2024, 2:21 PM IST

রাঁচি, 26 ফেব্রুয়ারি: রাঁচি টেস্ট জয়ের সঙ্গেই সিরিজও ভারতের ৷ একম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে 3-1 সিরিজ নিজেদের নামে করল রোহিত অ্যান্ড কোং ৷ এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন শুভমন গিল (52 রানে অপরাজিত) এবং ধ্রুব জুরেল (39 রানে অপরাজিত) ৷ 120 রানে 5 উইকেট হারিয়ে একটা সময় চাপে ছিল ভারত ৷ সেখান থেকে দুই তরুণ ব্যাটার শেষ পর্যন্ত টিকে ভারতকে 192 রানের লক্ষ্যে পৌঁছে দিলেন ৷

একেই বলে পারফেক্ট রোলার কোস্টার রাইড ৷ কখনও এগিয়ে ভারত, তো আবার কখনও ইংল্যান্ড ৷ এই চড়াই-উতড়াই পর্ব জারি ছিল রাঁচি টেস্টের প্রথমদিন থেকেই ৷ যা জারি থাকল চতুর্থ দিন ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত ৷ এককথায় সেয়ানে-সেয়ানে টক্কর ৷ কেউ কাউকে একইঞ্চি জমি ছাড়েনি এই টেস্টে ৷ তবে, শেষ হাসি হাসলেন রোহিত শর্মা ৷ তাও আবার আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ এক ব্যাটিং আক্রমণ নিয়ে ৷ শুধু ম্যাচ নয়, 3-1 সিরিজ জিতল ভারত ৷

রাঁচি টেস্টের প্রথম ইনিংসে একটা সময় ইংল্যান্ড 112 রানে 5 উইকেট হারিয়ে চাপে ছিল ৷ মনে করা হচ্ছিল দেড়শো রানের গণ্ডি পেরোতে পারবে কি না ! কিন্তু, সেখান থেকে জো রুট (122 অপরাজিত) লোয়ার মিডল-অর্ডারকে সঙ্গে নিয়ে ব্রিটিশদের সাড়ে তিনশো পার করিয়ে দেন ৷ তার জবাব ভারতও শুরু থেকেই চাপে ছিল ৷ মাঝে যশস্বী ও শুভমন ভারতকে ভরসা দিলেও, ব্যর্থ হয় মিডল-অর্ডার ৷ সেখান থেকে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলা ধ্রুব জুরেল 90 রানের ইনিংস খেলেন ৷ তাঁকে সঙ্গ দেন কুলদীপ যাদব (131 বলে 28 রান) ৷ দু’জনের ব্যাটে ভর করে ভারত 307 রান তোলে প্রথম ইনিংসে ৷

তবে, 46 রানে পিছিয়ে থাকলেও ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে স্পিনাররা ৷ রবিচন্দ্রন অশ্বিন কেরিয়ারের 35 নম্বর 5 উইকেট নেন ৷ তাঁর সঙ্গে কুলদীপ যাদবের 4 উইকেটের সৌজন্য ভারত ইংল্যান্ডকে 145 রান বেঁধে দেয় দ্বিতীয় ইনিংসে ৷ ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় 192 রান ৷ শুরুটা রোহিত শর্মা (55 রান) এবং যশস্বী জয়সওয়াল (37) ভালো করলেও, দুই ওপেনার ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের মিডল-অর্ডার ৷

সেখান থেকে ফের একবার ত্রাতা হয়ে উঠলেন শুভমন গিল এবং ধ্রব জুরেল ৷ ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ম্যাচের সেরা হয়েছেন ৷ উল্লেখ্য, এই টেস্ট ম্যাচ ও সিরিজ মনে থাকবে এক ঝাঁক তরুণ ক্রিকেটারের স্বপ্নের অভিষেকের জন্য ৷ তা সে ধ্রুব জুরেল হোক বা সরফরাজ খান, এমনকি পেস বোলিংয়ে আকাশ দীপ ৷ ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম শুরুতেই নিজেদের ছাপ ফেলল ৷

ছবি সূত্র- গেটি ইমেজেস

আরও পড়ুন:

  1. 'বাঁ-হাতি শেন ওয়ার্নের মতো বল করেছে', কুলদীপের প্রশংসায় ভন
  2. ষষ্ঠ ইনস্টা পোস্টে লাইক ছুঁল এক কোটির অঙ্ক, প্রথম ভারতীয় হিসেবে সোশাল মিডিয়াতেও নজির কোহলির
  3. 'তুমি আসল হিরো, অনুপ্রেরণা'; জম্মু ও কাশ্মীরে প্যারা-ক্রিকেটার আমিরের সাক্ষাতে সচিন
Last Updated : Feb 26, 2024, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details