মুম্বই, 2 ফেব্রুয়ারি: অভিষেক শর্মার বিধ্বংসী ব্য়াটিং জয়ের রাস্তা সুগম করেই রেখেছিল ৷ বোলাররা কাজটা সারলেন খুব সহজেই ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্চম টি-20'তে জস বাটলারের ইংল্য়ান্ডকে 150 রানে হারাল 'মেন ইন ব্লু' ৷ 248 রানের লক্ষ্য়মাত্রা তাড়া করতে নেমে মাত্র 97 রানেই গুটিয়ে গেল সফরকারী দল ৷ যা টি-20'তে তাঁদের চতুর্থ সর্বনিম্ন স্কোর ৷ সেইসঙ্গে 4-1 ব্যবধানে সিরিজ জিতে নিল সূর্যকুমারের দল ৷
সংক্ষিপ্ত ফরম্য়াটে এদিন দ্বিতীয় সর্বাধিক ব্য়বধানে (রানের নিরিখে) জয় তুলে নিল ভারতীয় দল ৷ উল্লেখযোগ্যভাবে ব্য়াট হাতে শতরানের পর বল হাতেও দলকে সাহায্য করলেন অভিষেক শর্মা ৷ তুলে নিলেন দু'টি উইকেট ৷ তিন উইকেট এল মহম্মদ শামির ঝুলিতেও ৷ আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তনের পর রবিবারই প্রথম উইকেট পেলেন বাংলা পেসার ৷ ভারতের হয়ে বল হাতে এদিন সবচেয়ে সফল তিনিই ৷ দু'টি উইকেট নিলেন স্পিনার বরুণ চক্রবর্তীও ৷ 14টি উইকেট নিয়ে সিরিজের সেরা নাইট ক্রিকেটার ৷