পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিত-বিক্রমে বিশ্বকাপের সেমিতে ভারত, ফের নায়ক হওয়া হল না হেডের - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

India Beat Australia in T20 World Cup: ক্যাঙারুবাহিনীকে 24 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিতে পা রাখল টিম ইন্ডিয়া ৷ যে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ করলেন 92 রান ৷ 206 রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া থেমে গেল 181 রানে ৷ জলে গেল ট্রাভিস হেডের লড়াই ৷

India Beat Australia
বিশ্বকাপের সেমিতে ভারত (বিসিসিআই-এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 12:12 AM IST

Updated : Jun 25, 2024, 12:32 AM IST

সেন্ট লুসিয়া, 24 জুন:আইসিসি টুর্নামেন্টের মঞ্চে ভারতের নয়া মাথাব্যথার নাম কি তাহলে ট্রাভিস হেড? অস্ট্রেলিয়া ইনিংসের 16 ওভার পর্যন্তও এমন প্রশ্নটা মাথাচাড়া দিয়ে যাচ্ছিল দেশের ক্রিকেট অনুরাগীদের মনে ৷ কিন্তু 17তম ওভারে রোহিত শর্মা জসপ্রীত বুমরার হাতে বল তুলে দিতেই বদলে গেল চিত্রটা ৷ ওই ওভারের তৃতীয় বলে বিধ্বংসী ট্রাভিস হেডকে ফেরালেন চলতি টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ভারতীয় ক্রিকেটার ৷ আর সেইসঙ্গে ম্যাচ ঢলে পড়ল ভারতের দিকে ৷ এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার ৷ ক্যাঙারুবাহিনীকে 24 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিতে পা রাখল টিম ইন্ডিয়া ৷ যে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷

টস জিতে সেন্ট লুসিয়ায় ভারতকে এদিন ব্যাট করতে পাঠান মিচেল মার্শ ৷ রোহিতের বিধ্বংসী 41 বলে 92 রানের ইনিংসে ভর করে অজিদের পাহাড়প্রমাণ টার্গেট দেয় ভারত ৷ 20 ওভারে 5 উইকেট হারিয়ে ভারত তোলে 205 রান ৷ যা টি-20 বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে সর্বাধিক ৷ রোহিতের মারকাটারি ইনিংস এদিন সাজানো ছিল 7টি চার ও 8টি ছয়ে ৷ যার মধ্যে মিচেল স্টার্কের একটি ওভারে 4টি ছয় হাঁকিয়ে রোহিত নেন 28 রান ৷ রোহিত ছাড়াও 16 বলে 31 করেন সূর্যকুমার ৷ শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া করেন যথাক্রমে 22 বলে 28 ও 17 বলে 27 ৷

রানরেটে ভারতকে টপকে যেতে 15.3 ওভারের মধ্যে জিততে হত অস্ট্রেলিয়াকে ৷ দ্বিতীয় উইকেটে হেড ও মার্শের 81 রানের জুটি ভীতির সঞ্চার করলেও কখনোই মনে হয়নি সেটা করতে পারবে অজিরা ৷ তবে ভারতের ম্যাচ জয় নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছিল বৈকি ৷ মার্শ 28 বলে 37 রানে ফিরলেও ক্রিজে যতক্ষণ হেড ছিলেন, ম্যাচ কার্যত অজিদের হাতেই ছিল ৷ 43 বলে 76 রান করে বুমরার বলে রোহিতের হাতে ধরা পড়তেই হাঁফ ছেড়ে বাঁচে টিম ইন্ডিয়া ৷ এছাড়া আর সেভাবে দাগ কাটতে পারেননি কোনও অজি ব্যাটার ৷

শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেটে 181 রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস ৷ 24 রানে জিতে সেমিতে পা রাখল ভারত ৷ 37 রানে 3 উইকেট নেন আর্শদীপ ৷ 2টি উইকেট কুলদীপের ৷ বুমরা নিলেন একটি উইকেট ৷ এদিকে হারের ফলে সেমি অনিশ্চিত হয়ে পড়ল অস্ট্রেলিয়ার ৷ পরবর্তী পর্বে যেতে হলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই মার্শ অ্যান্ড কোংয়ের ৷

Last Updated : Jun 25, 2024, 12:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details