সেন্ট লুসিয়া, 24 জুন:আইসিসি টুর্নামেন্টের মঞ্চে ভারতের নয়া মাথাব্যথার নাম কি তাহলে ট্রাভিস হেড? অস্ট্রেলিয়া ইনিংসের 16 ওভার পর্যন্তও এমন প্রশ্নটা মাথাচাড়া দিয়ে যাচ্ছিল দেশের ক্রিকেট অনুরাগীদের মনে ৷ কিন্তু 17তম ওভারে রোহিত শর্মা জসপ্রীত বুমরার হাতে বল তুলে দিতেই বদলে গেল চিত্রটা ৷ ওই ওভারের তৃতীয় বলে বিধ্বংসী ট্রাভিস হেডকে ফেরালেন চলতি টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ভারতীয় ক্রিকেটার ৷ আর সেইসঙ্গে ম্যাচ ঢলে পড়ল ভারতের দিকে ৷ এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার ৷ ক্যাঙারুবাহিনীকে 24 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিতে পা রাখল টিম ইন্ডিয়া ৷ যে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷
টস জিতে সেন্ট লুসিয়ায় ভারতকে এদিন ব্যাট করতে পাঠান মিচেল মার্শ ৷ রোহিতের বিধ্বংসী 41 বলে 92 রানের ইনিংসে ভর করে অজিদের পাহাড়প্রমাণ টার্গেট দেয় ভারত ৷ 20 ওভারে 5 উইকেট হারিয়ে ভারত তোলে 205 রান ৷ যা টি-20 বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে সর্বাধিক ৷ রোহিতের মারকাটারি ইনিংস এদিন সাজানো ছিল 7টি চার ও 8টি ছয়ে ৷ যার মধ্যে মিচেল স্টার্কের একটি ওভারে 4টি ছয় হাঁকিয়ে রোহিত নেন 28 রান ৷ রোহিত ছাড়াও 16 বলে 31 করেন সূর্যকুমার ৷ শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া করেন যথাক্রমে 22 বলে 28 ও 17 বলে 27 ৷