পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অজিভূমে ভারতের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ, আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটি ঈশানের - INDIA A VS AUSTRALIA A TEST

ক্য়াঙারুর দেশে বল বিকৃত করার অভিযোগ উঠল ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ৷ আম্পায়ারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ঈশান কিষাণের ৷ আসল ঘটনা কী?

INDIA A VS AUSTRALIA A TEST
আম্পায়ারের সঙ্গে ঈশান কিষাণের তর্ক (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Nov 3, 2024, 12:59 PM IST

ম্যাকায় (অস্ট্রেলিয়া): বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে সিনিয়র দল পৌঁছবে আর কয়েকদিন পর ৷ তার আগে অজিভূমে বড়সড় অভিযোগ ভারতীয়-এ দলের বিরুদ্ধে ৷ অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে প্রথম টেস্টের (আনঅফিসিয়াল) শেষদিন ভারতীয়-এ দলের বিরুদ্ধে বল বিকৃতির মারাত্মক অভিযোগ উঠল ৷ পরিপ্রেক্ষিতে অন্তিমদিনের খেলা শুরুর আগে বল পরিবর্তন করায় আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন ঈশান কিষাণ ৷ যার ফলে সতর্কও করা হয় ভারতীয় স্টাম্পার-ব্যাটারকে ৷ সবমিলিয়ে বিতর্কের আবহে প্রথম টেস্টে সাত উইকেটে হারল ভারতীয়-এ দল ৷

চতুর্থদিনের শুরুতে অন-ফিল্ড আম্পায়ার শন ক্রেগ বল বিকৃতির কারণে পরিবর্তনের কথা জানান ৷ আর বল বিকৃত করার মত মারাত্মক অভিযোগের তির যায় ভারতীয় দলের দিকে ৷ যার জন্য তৈরি ছিলেন না ভারতীয় ক্রিকেটাররা ৷ যদিও পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ সেখানে অবশ্য জানানো হয়, বলের মান খারাপ হয়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার রুলবুক অনুযায়ী এমন পরিস্থিতিতে ম্যাচ অফিসিয়ালরা বিপক্ষকে জরিমানা স্বরূপ পাঁচ রান না-দিয়েও বল পরিবর্তন করতে পারেন ৷

ঘটনার পরিপ্রেক্ষিতে আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ঈশান কিষাণ ৷ ম্য়াচ অফিসিয়ালদের সিদ্ধান্তকে স্টাম্পার-ব্য়াটার 'নির্বুদ্ধিতার পরিচয়' বলে অভিহিত করেন ৷ যা অন-ফিল্ড আম্পায়ারের কানে পৌঁছতেই ঈশানের নামে রিপোর্ট করার হুঁশিয়ারি দেন ৷ একইসঙ্গে অসংযত আচরণের জন্য সতর্ক করে দেওয়া হয় ৷ যদিও শেষমেশ ঈশান কিষাণকে কোনওরকম শাস্তির মুখে পড়তে হয়নি বলেই খবর ৷

ম্যাচ শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে স্বচ্ছ বিবৃতিতে জানানো হয়, চতুর্থ ইনিংসে ব্যবহৃত হওয়া বলের মান খারাপ হওয়ার কারণেই তা পরিবর্তন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে ৷ ফলাফলে যদি চোখ রাখা যায় তাহলে ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের দলকে সাত উইকেটে হারিয়ে দু'ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ৷ তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান (226) তুলে নেয় তাঁরা ৷ অধিনায়ক ন্যাথন ম্যাকসুইনি অপরাজিত থাকেন 88 রানে ৷ 61 রানে অপরাজিত থেকে যান বিউ ওয়েবস্টার ৷

ABOUT THE AUTHOR

...view details