কলকাতা, 16 এপ্রিল: কলকাতা ময়দানে নতুন ক্লাব ইউনাইটেড কলকাতা স্পোর্টস । পৃষ্ঠপোষকতায় টেকনো ইন্ডিয়া গ্রুপ। আগামী মরশুম থেকে কলকাতা লিগের প্রথম ডিভিশনে অংশ নেবে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ৷ ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের কোচের পদে নিযুক্ত করা হয়েছে দীপক মণ্ডলকে ৷ তাঁর তত্ত্বাবধানে মে মাসের প্রথম সপ্তাহ থেকে প্রশিক্ষণ শুরু হবে ৷ অনুশীলনের জন্য সোদপুরের একটি মাঠ নেওয়া হচ্ছে ৷
মূলত, তরুণ ফুটবলারদের নিয়েই দল গঠন করা হবে ৷ 18-22 বছরের উঠতি ফুটবলারদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷ বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্কাউটিং করা হবে ৷ মেন্টরের ভূমিকায় থাকবেন আন্তর্জাতিক স্তরের প্রখ্যাত রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় ৷ ক্লাবের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে হোসে ব়্যামিরেজ ব্যারেটোকে ৷ ভারতীয় ক্লাব ফুটবলে দাপিয়ে খেলার পরে বর্তমানে রিলায়েন্স অ্যাকাডেমিতে ছোটদের নিয়ে কাজ করেন ব্রাজিলিয়ান তারকা ৷
ক্লাবের লোগো এবং জার্সির উন্মোচিত করা হয়েছে আজ ৷ লোগোর রং সোনালি ও নীল ৷ আছে অভিনবত্ব ৷ কলকাতার সংস্কৃতির কথা মাথায় রেখেই বানানো হয়েছে ক্লাবের লোগো ৷ যার অঙ্গ হাওড়া ব্রিজ, ট্রাম এবং আলপনা ৷ নতুন প্রতিভার অন্বেষণ এবং যুবসমাজের উন্নতি নতুন এই ক্লাবের লক্ষ্য ৷ শুধু ছেলেদের নয়, মেয়েদের দল গড়ার পরিকল্পনা রয়েছে ৷ এই বিষয়েও কথাবার্তা অনেকদূর এগিয়ে গিয়েছে ৷ ভবিষ্যতে অ্যাকাডেমি তৈরি করা লক্ষ্য আছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ৷