মুম্বই, 10 মে: আইপিএলে গতবছর থেকে চালু হওয়া 'ইম্প্যাক্ট প্লেয়ার' বা 'ইম্প্যাক্ট সাবস্টিটিউট' নিয়ম পুনর্বিবেচনা করা যেতে পারে ৷ 'ইম্প্যাক্ট প্লেয়ার' নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝে এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, জয় শাহ বৃহস্পতিবার জানিয়েছেন, এই 'ইম্প্যাক্ট প্লেয়ার' নিয়মটি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিল ৷ যদি, এনিয়ে কোনও সমস্যা হয় তাহলে, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, তাদের মতামত নিয়ে, নিয়মটি বাতিল করে দেওয়া যাবে ৷
উল্লেখ্য, এই 'ইম্প্যাক্ট প্লেয়ার বা সাব' নিয়মের কারণে, নয় ব্যাটিং দীর্ঘায়িত হচ্ছে ৷ আর তা না হলে, বোলিং দলের হাতে বাড়তি বোলিং অপশন খুলে যাচ্ছে ৷ এতে করে আখেড়ে বোলারদের খতিটাই বেশি হচ্ছে ৷ কারণ, আইপিএলে অধিকাংশ পাটা উইকেটে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং বোলারদের কাছে আতঙ্ক হয়ে উঠছে ৷ এই অভিযোগ একাধিক দলের কোচ এবং বিশেষজ্ঞরা করেছেন ৷
উল্লেখ্য, ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন এই 'ইম্প্যাক্ট সাব' নিয়ম সবচেয়ে বেশি প্রভাব ফেলছে অলরাউন্ডারদের উপর ৷ কারণ, এর ফলে প্রধান বোলারদের কোটা পূরণ করাতে গিয়ে অলরাউন্ডাররা সুযোগ পাচ্ছেন না ৷ এমনকি এই 'ইম্প্যাক্ট সাব' নিয়মের কারণেই, এই মরশুমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দু’শোর বেশি রান উঠেছে ৷ যেখানে মোট সাতবার আড়াইশোর উপরে রান উঠেছে এক ইনিংসে ৷ এমনকি আইপিএল তথা টি-20 ক্রিকেটের সর্বোচ্চ 262 রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড তৈরি হয়েছে ৷