কলকাতা, 7 জুন: বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পরের রাউন্ডে ওঠার আশা এখনও রয়েছে ভারতের ৷ তাই তৃতীয় রাউন্ডে পৌঁছনোর জন্য 11 জুনের কাতার ম্যাচে মরিয়া লড়াইয়ের বার্তা কোচ ইগর স্টিম্যাচের ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে গোলশূন্য ড্রয়ের পরেও, ভারত বিশ্বকাপে যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে আছে ৷ তবে, পরের রাউন্ডে পৌঁছনোর অংকে অনেক 'যদি', 'কিন্তু' থেকে যাচ্ছে ৷ গুরপ্রীত সিংকে পাশে নিয়ে ইগর স্টিম্যাচ জানিয়েছেন, কুয়েত ম্যাচ ড্র করে তাঁরা দুঃখিত ৷ তবে, এখনও সুযোগ শেষ হয়ে যায়নি ৷
আজ ভারতীয় দলের রিকভারি সেশন রয়েছে ৷ আগামিকাল 8 জুন কুয়েত রওনা দেবে ভারতীয় ফুটবল দল ৷ স্টিম্যাচ বলেন, "আমাদের মাঝের কয়েকদিনে সবকিছু গুছিয়ে নিতে হবে ৷ বিশ্বাস গড়ে তুলতে হবে দলের মধ্যে, যে কাতারের ম্যাচটি আরও একটি ম্যাচ ৷ যাদের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ নিতে পারি ৷ ছোট্ট আশা রয়েছে ৷ আমাদের বিশ্বাস গড়ে তুলতে হবে নিজেদের মধ্যে ৷"
তবে, 11 জুন কাতারের বিরুদ্ধে ম্যাচ শুধু জিতলেই হবে না ৷ কুয়েত বনাম আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপরেও অনেক কিছু নির্ভর করবে ৷ তবে, জয় তুলে নিতে পারলে অ্যাডভান্টেজ ভারত ৷ স্টিম্যাচ কুয়েত ম্যাচের শেষে সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপার সমালোচনা করেছেন ৷ তিনি বলেন, "আপনি ম্যাচ জিততে ব্যর্থ হয়েছেন ৷ ফলাফলে অখুশি, তখন কী করে বলবেন কয়েকজন ফুটবলারের পারফরম্যান্সে খুশি ! সাহাল মাঠে প্রচুর দৌড়েছে ৷ ওর রক্ষণাত্মক ফুটবলের গুণও নজরকাড়া ৷ তবে, সাহালকে আমি প্লে-মেকার হিসেবে চেয়েছিলাম ৷ সে ম্যাচের নিয়ন্ত্রক হবে, গোলের সুযোগ তৈরি করবে এবং রক্ষণে সাহায্য করবে ৷"