পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাকিস্তান যাচ্ছেন না রোহিতরা, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই - ICC CHAMPIONS TROPHY 2025

2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় ঘোষণা আইসিসি'র ৷ এছাড়া 2027 পর্যন্ত আইসিসি ইভেন্টে দু'দেশের ম্য়াচ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তারা ৷

ICC CHAMPIONS TROPHY 2025
হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি (IANS)

By ETV Bharat Sports Team

Published : Dec 19, 2024, 4:52 PM IST

দুবাই, 19 ডিসেম্বর: দীর্ঘসূত্রিতার পর 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতা কাটল ৷ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আগামী বছর আইসিসি'র এই ইভেন্ট হবে হাইব্রিড মডেলেই ৷ বৃহস্পতিবার নিশ্চিত করল বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি আইসিসি ৷ সেক্ষেত্রে পাকিস্তান অন্য়ান্য ম্যাচগুলি আয়োজন করলেও ভারতের ম্যাচগুলি আয়োজিত হবে নিরপেক্ষে ভেন্যুতে ৷ কিন্তু সেই নিরপেক্ষ ভেন্যু এখনও ঘোষণা করেনি আইসিসি ৷

তবে কেবল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নয়, 2027 পর্যন্ত ভারত কিংবা পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি ইভেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ আইসিসি'র তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, 2027 পর্যন্ত ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ দু'দেশের বাইরেই অনুষ্ঠিত হবে ৷ ভারত কিংবা পাকিস্তান আয়োজক হলেও নিরপেক্ষ ভেন্যুতেই খেলা হবে সেই ম্যাচ ৷

এক বিবৃতিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বলেছে, "2024-2027 পর্যন্ত সময়কালে আইসিসি'র ইভেন্টে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হলে তা নিরপেক্ষ ভেন্যুতেই খেলা হবে ৷ আইসিসি বোর্ড বিষয়টিতে অনুমোদন দিয়েছে ৷" 2025 পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি ভারতের মাটিতে রয়েছে মহিলা ক্রিকেট বিশ্বকাপ ৷ এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে 2026 টি-20 বিশ্বকাপ আয়োজন করবে ভারত ৷ অর্থাৎ, সবক'টি ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে ৷

2008 মুম্বই হামলা পরবর্তী সময় থেকে দু'দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতির জের ৷ আর সে কারণেই পাকিস্তান ভারতের মাটিতে আইসিসি ইভেন্টে অংশ নিলেও গত 16 বছরে পাকিস্তানের মাটিতে কোনও ম্য়াচ খেলেনি ভারত ৷ এমনকী 2008 পরবর্তী সময় থেকে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজও অনুষ্ঠিত হয়নি ৷ স্বাভাবিকভাবেই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাক ভূখণ্ডে যেতে অস্বীকার করে ভারত ৷ যা নিয়ে জল্পনা চলছিলই ৷ শেষমেশ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হল বৃহস্পতিবার ৷ শীঘ্রই টুর্নামেন্টের সূচি ঘোষণা হবে বলে জানিয়েছে আইসিসি ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details