হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি: স্বমহিমায় বিরাট কোহলি ৷ 'চেজমাস্টারে'র ব্যাটে মরুদেশ সাক্ষী রইল ভারতীয় ক্রিকেটের মায়াবী এক রাতের ৷ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে 'কার্যত' চ্য়াম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত ৷ কার্যত কেন? কারণ, প্রথমে বাংলাদেশ তারপর রবিবাসরীয় দুবাইয়ে পাকিস্তানকে হারানোর পরেও পুরোপুরি নিশ্চিত নয় টিম ইন্ডিয়ার সেমিফাইনাল যাত্রা ৷ যদিও এক্ষেত্রে কাজ করছে জটিল অঙ্ক ৷ একইভাবে প্রথম দু'ম্যাচ হেরেও আয়োজক পাকিস্তান যে চ্য়াম্পিয়ন্স ট্রফি থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে, তেমনটাও বলা যাবে না ৷
সোমবার মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড: সোমবার চ্য়াম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ'র ম্য়াচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ ৷ সেই ম্য়াচের আগে পর্যন্ত দু'ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভারতীয় দল ৷ পাকিস্তানকে প্রথম ম্য়াচে হারিয়ে দু'পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে নিউজিল্যান্ড ৷ ভারতের বিরুদ্ধে হেরে গ্রুপে তৃতীয়স্থানে রয়েছে বাংলাদেশে ৷ আর প্রথম দু'টি ম্য়াচ হেরে গ্রুপে সবার শেষে রয়েছে পাকিস্তান ৷ এমতাবস্থায় সোমবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের পর অনেকটা পরিষ্কার হবে গ্রুপের চিত্রটা ৷ তার আগে পর্যন্ত কোনও দলের সেমিফাইনাল বা ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত নয় ৷
সোমবার বাংলাদেশকে নিউজিল্য়ান্ড হারিয়ে দিলে শেষ চারে ভারত এবং নিউজিল্যান্ডের প্রবেশ নিশ্চিত হয়ে যাবে ৷ কিন্তু যে কোনও দলের রাস্তা খোলা থাকবে তখনই যখন বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে ৷ সেক্ষেত্রে আগামী 27 ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্য়াচে পাকিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে আয়োজকদের সেমিতে যাওয়ার সম্ভাবনা থাকবে ৷ তখন 2 মার্চ ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে রিজওয়ান অ্যান্ড কোম্পানিকে ৷ অর্থাৎ, শেষ ম্যাচে নিজেদেরকে তো উচ্চতায় নিয়ে যেতে হবেই ৷ পাশাপাশি সেমিতে যেতে পাকিস্তানকে অপেক্ষা করে থাকতে হবে জটিল অঙ্ক বাস্তবায়নের ৷