হায়দরাবাদ, 28 ডিসেম্বর: নিজামের শহর থেকে তিন পয়েন্ট আদায় করতে ব্যর্থ ৷ প্রথমবার আইএসএলে জয়ের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গলের ৷ শেষ মুহূর্তে গোল হজম করে হায়দরাবাদে দু'পয়েন্ট রেখে এল লাল-হলুদ ৷ সেইসঙ্গে হাতছাড়া হল লিগ টেবিলে উপরে ওঠার সুযোগ ৷ গত দু'ম্যাচ জয়ের পর হায়দরাবাদের বিরুদ্ধে অ্য়াওয়ে ম্য়াচে আটকে গেল অস্কার ব্রুজোঁর ছেলেরা ৷ 64 মিনিটে জিকসন সিংয়ের গোলে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল পয়েন্ট হাতছাড়া করল প্রাক্তনী মনোজ মহম্মদের সমতাসূচক গোলে ৷ ফলাফল 1-1 ৷
দুই প্রান্ত দিয়ে বল ভাসিয়ে চেনা কায়দায় প্রতিপক্ষ রক্ষণকে এদিন বেকায়দায় ফেলার কৌশলে ছিলেন অস্কার ব্রুজোঁ ৷ কিন্তু হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে প্রথম 45 মিনিটে প্রভাব ফেলতে ব্যর্থ সেই রণকৌশল। প্রথমার্ধে বল দখলের পরিসংখ্যানের পাশাপাশি কর্নার আদায়েও এগিয়ে থেকে শেষ করে হায়দরাবাদ ৷ যদিও ফলাফল গোলশূন্য ৷ তবে ইস্টবেঙ্গল এগিয়ে যেতে পারত যদি না 30 মিনিটে গোলমুখী আক্রমণ রুখতে গিয়ে হায়দরাবাদ গোলরক্ষক আর্শদীপ ক্লেইটন সিলভার পেটে লাথি মেরেও পার না-পেতেন। পাশাপাশি দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং পিভি বিষ্ণুর মধ্যে বোঝাপড়ার অভাব লাল-হলুদ আক্রমণকে দানা বাঁধতে দেয়নি।