পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রাক-অলিম্পিক প্রস্তুতির জন্য 27 জনের দল ঘোষণা হকি ইন্ডিয়ার, বাদ পড়লেন দিলপ্রীত - Hockey India Pre Olympic Camp

Hockey India Pre Olympic Camp: প্যারিস অলিম্পিকের প্রাক শিবিরের দল ঘোষণা করল হকি ইন্ডিয়া ৷ 27 জনের দল ঘোষণা করা হয়েছে ৷ সাইয়ের সেন্টারে 21 জুন থেকে 8 জুলাই এই প্রস্তুতি শিবির চলবে ৷

ETV BHARAT
প্রাক-অলিম্পিক প্রস্তুতির জন্য 27 জনের দল ঘোষণা হকি ইন্ডিয়ার ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 5:12 PM IST

বেঙ্গালুরু, 20 জুন: ভারতীয় হকি দলের যে সকল খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করেছেন, তাঁদের উপর আস্থা রাখল হকি ইন্ডিয়া ৷ আসন্ন অলিম্পিকে সুযোগ পেতে পারেন, এমন 27 জন হকি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে ৷ আগামী 21 জুন থেকে 8 জুলাই পর্যন্ত সাই সেন্টারে প্রস্তুতি শিবির চলবে ভারতীয় হকি দলের ৷ তবে, 27 জনের ভারতের হকি দলে নাম থাকলেও, প্রস্তুতি শিবিরে দেখা যায়নি স্ট্রাইকার দিলপ্রীত সিং ৷

উল্লেখ্য, আসন্ন প্যারিস অলিম্পিকে ভারত কঠিন গ্রুপে রয়েছে ৷ পুল-বি’তে বেলজিয়াম, আর্জেন্তিনা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে ভারত ৷ টোকিয়ো অলিম্পিকে রুপো জয়ী ভারতীয় দল 27 জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন হরমনপ্রীত সিংরা ৷ ভারতীয় দল তাদের সফল এফআইএইচ হকি প্রো লিগ শেষ করে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন আগামিকাল ৷ ভারতীয় দল এই মুহূর্তে লিগে 16 ম্যাচ খেলে 24 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ৷

প্রস্তুতি শিবিরে 27 জনের কোর দলে রয়েছেন গোলকিপার কৃষ্ণা বাহাদুর পাঠক, পিআর শ্রীজেশ, সুরজ কারকেরা এবং ডিফেন্ডার হরমনপ্রীত সিং, জারমানপ্রীত সিং, অমিত রোহিদাস, জুগরাজ সিং, সঞ্জয় এবং আমির আলি ৷ মিড-ফিল্ডারদের মধ্যে রয়েছে মনপ্রীত সিং, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ, সুমিত, শামসের সিং, নীলকান্ত শর্মা, রাজকুমার পাল, বিষ্ণুকান্ত সিং, আকাশদীপ সিং এবং মহম্মদ রাহিল মৌসিন ৷

স্ট্রাইকারদের মধ্যে মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, দিলপ্রীত সিং, সুখজিৎ সিং, গুরজন্ত সিং, ববি সিং ধামি এবং অরাইজিৎ সিং হুন্দালদের অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ কিন্তু, কোর দলের সদস্যদের মধ্যে দিলপ্রীত সিংকে প্রস্তুতি শিবিরে দেখা যায়নি ৷ জাতীয় দলের কোচ ক্রেইগ ফলটন জানান, প্রো লিগ আউটিংয়ে বিশ্বের শক্তিশালী দলগুলির বিরুদ্ধে খেলা, ভারতীয় দলের জন্য সেরা অভিজ্ঞতা ও প্রস্তুতি ৷ তিনি মনে করেন, এর ফলে আসন্ন অলিম্পিকে প্রতিপক্ষের বিরুদ্ধে একটা সম্যক ধারণা তৈরি হবে খেলোয়াড়দের মধ্যে ৷

ABOUT THE AUTHOR

...view details