বুয়েনস আইরস, 17 ডিসেম্বর: ডাবল হ্যাটট্রিক ৷ ফুটবলের সঙ্গে পরিচিত হলেও ক্রিকেট এই শব্দজোড়ার সঙ্গে বিশেষ পরিচিত নয় ৷ ক্রিকেটে কোনও বোলার টানা চার বলে উইকেট নিলে তা ডাবল হ্যাটট্রিক হিসেবে গণ্য হয় ৷ ক্রিকেটে ডাবল হ্যাটট্রিক আগে হলেও এটি বিরল কীর্তি হিসেবেই বিবেচিত হয় ৷ সোমবার আন্তর্জাতিক ক্রিকেটে সেই বিরল কীর্তি গড়লেন লিওনেল মেসির দেশের ক্রিকেটার ৷ হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি ৷
2026 টি-20 বিশ্বকাপের আমেরিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে সোমবার ডাবল হ্যাটট্রিক-সহ 14 রানে 5 উইকেট নিলেন হার্নান ফেন্নেল ৷ 36 বছর বয়সি আর্জেন্তাইন ষষ্ঠ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20'তে এই নজির গড়লেন ৷ কেইম্যান আইল্যান্ডের বিরুদ্ধে বিরল কীর্তি গড়ে আফগান স্পিনার রশিদ খান, শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাদের সঙ্গে একাসনে চলে এলেন ফেন্নেল ৷ এছাড়াও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল হ্যাটট্রিকের নজির ৷