বার্বাডোজ, 30 জুন: সদ্য সমাপ্ত হওয়া আইপিএলটা কেটেছে দুঃস্বপ্নে ৷ তাঁর উপর আবার মুম্বই ইন্ডিয়ান্সের 'গুরু' দায়িত্ব ছিল ৷ রোহিতকে সরিয়ে দেওয়া নিয়ে কম বিতর্ক তাঁকে নিয়ে দানা বাঁধেনি ৷ তারপর তো তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলেছে ৷ তবে এসবকিছুর ওপরে বার্বাডোজের মাটিতে সহঅধিনায়ক হার্দিককে জড়িয়ে ধরে অধিনায়ক রোহিতের চুমু খাওয়া ৷ গতকাল হার্দিকের বলই ম্যাচের টার্নিং পয়েন্ট ৷ ম্যাচ শেষে তিনি একাধিক প্রশ্নের জবাব দিলেন ৷
দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে সহঅধিনায়ক বলেন, "শেষ ছয় মাসে আমার সঙ্গে যা হয়েছে, সেই সময় আমি একটা কথাও বলিনি। আমার সঙ্গে অন্যায় হয়েছে । হার্দিক পান্ডিয়া কে তা না-জেনেই অনেক কথা হয়েছে ৷ তবে আমি মানি, মুখে জবাব দেওয়ার দরকার নেই ৷ পরিস্থিতি, সময় সবকিছুর উত্তর দেয় ৷ আর এরকম একটা সুযোগই এই মুহূর্তটাকে আরও স্পেশাল করে তুলেছে।" দেশকে খেতাব জেতানো কেমন লাগছে? হার্দিকের উত্তর, "আমার জন্য অত্যন্ত আবেগের মুহূর্ত। কোনও একটা বিষয় ঠিকঠাক হচ্ছিল না। কিন্তু এই বিশ্বকাপটা দেশের সবাই চাইছিলাম।"