পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মুখে জবাব না-দিয়ে সময়ের অপেক্ষাই ভালো, দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করে জবাব হার্দিকের - Hardik Pandya - HARDIK PANDYA

Hardik Pandya Emotional Speech After T20 World Cup: 13 বছর পর ভারতের ঘরে এসেছে আইসিসির কোনও ট্রফি ৷ কেনসিংটন ওভালে ভারত দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস থ্রিলারে হারিয়ে দিতেই ম্যাজিক মুহূর্তের আবির্ভাব ঘটল। রোহিত শর্মা, হার্দিককে জড়িয়ে ধরলেন ৷ অধিনায়ক, সহঅধিনায়ক দু'জের চোখেই জল ৷ টি-20 বিশ্বকাপের ফাইনালে দেশকে জিতিয়ে মুখ খুললেন পাওয়ার হিটার হার্দিক ৷

Hardik Pandya Emotional Speech After T20 World Cup
হার্দিকের বলই ম্যাচের টার্নিং পয়েন্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 10:51 AM IST

Updated : Jun 30, 2024, 11:02 AM IST

বার্বাডোজ, 30 জুন: সদ্য সমাপ্ত হওয়া আইপিএলটা কেটেছে দুঃস্বপ্নে ৷ তাঁর উপর আবার মুম্বই ইন্ডিয়ান্সের 'গুরু' দায়িত্ব ছিল ৷ রোহিতকে সরিয়ে দেওয়া নিয়ে কম বিতর্ক তাঁকে নিয়ে দানা বাঁধেনি ৷ তারপর তো তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলেছে ৷ তবে এসবকিছুর ওপরে বার্বাডোজের মাটিতে সহঅধিনায়ক হার্দিককে জড়িয়ে ধরে অধিনায়ক রোহিতের চুমু খাওয়া ৷ গতকাল হার্দিকের বলই ম্যাচের টার্নিং পয়েন্ট ৷ ম্যাচ শেষে তিনি একাধিক প্রশ্নের জবাব দিলেন ৷

দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করে জবাব হার্দিকের (ইটিভি ভারত)

দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে সহঅধিনায়ক বলেন, "শেষ ছয় মাসে আমার সঙ্গে যা হয়েছে, সেই সময় আমি একটা কথাও বলিনি। আমার সঙ্গে অন্যায় হয়েছে । হার্দিক পান্ডিয়া কে তা না-জেনেই অনেক কথা হয়েছে ৷ তবে আমি মানি, মুখে জবাব দেওয়ার দরকার নেই ৷ পরিস্থিতি, সময় সবকিছুর উত্তর দেয় ৷ আর এরকম একটা সুযোগই এই মুহূর্তটাকে আরও স্পেশাল করে তুলেছে।" দেশকে খেতাব জেতানো কেমন লাগছে? হার্দিকের উত্তর, "আমার জন্য অত্যন্ত আবেগের মুহূর্ত। কোনও একটা বিষয় ঠিকঠাক হচ্ছিল না। কিন্তু এই বিশ্বকাপটা দেশের সবাই চাইছিলাম।"

বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন তারকা অলরাউন্ডার। পাশাপাশি মুখ খুলেছেন 'রো-কো' জুটির আন্তর্জাতিক ম্যাচে অবসর নেওয়া নিয়ে ৷ রোহিত-বিরাটকে নিয়ে হার্দিকের সংযোজন, "আমরা সবাই এই দুই কিংবদন্তিকে মিস করব, তবে আমরা তাঁদের এর চেয়ে ভালো বিদায় দিতে পারতাম না।" বিশ্বকাপের ফাইনালের সঙ্গেই গতকাল মেয়াদ শেষ হয় কোচ দ্রাবিড়ের। হার্দিক বলেন, "ওঁর জন্য ভীষণ ভালো লাগছে। উনি একজন দুর্ধর্ষ ব্যক্তি। ওঁর অধীনে খেলতে পারার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। এভাবে ওঁকে বিদায় জানাতে পারাটা চমৎকার। সমস্ত সাপোর্ট স্টাফদের জন্যও ভালো লাগছে।"

এদিন নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, "সবটা ভারতের জন্য ৷ কোনও শব্দ নেই, আছে শুধু আবেগ! এই দলকে ভালোবাসি, আমরা দেশের জন্য খেলতে ভালোবাসি! আমার দেশের জন্য জয়ের চেয়ে বড় আনন্দ আর নেই! বিশ্বের চ্যাম্পিয়ন আমরা ৷ জয় হিন্দ ৷

Last Updated : Jun 30, 2024, 11:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details