দুবাই, 3 জুলাই: প্রথম কোনও ভারতীয় ক্রিকেটার আইসিসি টি20 ব়্যাংকিংয়ে এক নম্বর অলরাউন্ডার হলেন ৷ আর সেটা অন্য কেউ নন, স্বয়ং হার্দিক পান্ডিয়া ৷ গত শনিবার ভারতের টি20 বিশ্বকাপ জয়ের পর, জুলাই মাসের প্রথম সপ্তাহের ব়্যাংকিং প্রকাশ করেছে আইসিসি ৷ আর সেখানেই দু’ধাপ উঠে সোজা সেরা অলরাউন্ডারের তকমা ছিনিয়ে নিলেন হার্দিক ৷ ভারতকে টি20 বিশ্বকাপ জেতানোয় বড় অবদান রেখেই এই সাফল্য এসেছে তাঁর ৷
29 জুন গুরুত্বপূর্ণ দু’টি উইকেট তুলে নিয়ে হেরে যাওয়া ফাইনাল ম্যাচ জিতিয়ে দিয়েছেন হার্দিক ৷ 30 বছরের অলরাউন্ডার ম্যাচ জেতানো পারফর্ম্যান্সের কারণে, আরও একটি পুরস্কার পেলেন ৷ হাফ সেঞ্চুরি করা হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলার-সহ তিনটি উইকেট নিয়েছিলেন তিনি ৷ টি20 বিশ্বকাপ ফাইনাল এবং পুরো টুর্নামেন্টে ব্যাটে ও বলে দূরন্ত পারফর্ম্যান্সের জেরে টি20 আন্তর্জাতিকে এক নম্বর অলরাউন্ডারের জায়গা দখল করলেন ৷ যদিও, হার্দিক যৌথভাবে এক নম্বর ব়্যাংকিংয়ে রয়েছেন ৷ শ্রীলঙ্কার টি20 আন্তর্জাতিকের অধিনায়ক ওয়াইনাডু হাসারঙ্গার সঙ্গে এক নম্বর জায়গাটি এই মুহূর্তে ভাগ করে নিয়েছেন হার্দিক ৷
তবে, হার্দিকের এই উত্থান কোনও রূপকথার থেকে কম নয় ৷ আইপিএলের সময় মানে 2 মাস আগেও এই হার্দিক পান্ডিয়ার সমালোচনা সরব হয়েছিল ক্রিকেট অনুরাগীদের একাংশ ৷ বিশেষত, মুম্বই ইন্ডিয়ান্স এবং রোহিত শর্মার ফ্যানরা ৷ যার আঁচ স্টেডিয়ামেও পড়েছিল ৷ হার্দিক টস করতে গেলে, তাঁকে ব্যঙ্গ করা হচ্ছিল ৷ তাতে প্রভাবিত হয়েছিল হার্দিকের খেলাও ৷ ব্যাটে রান ছিল না, বোলিংয়েও ব্যর্থ হচ্ছিলেন ৷ ফলে বিশ্বকাপের আগে হার্দিকের ফর্ম চিন্তার কারণ হয়ে উঠেছিল ৷
কিন্তু, আইপিএল থেকে জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে উঠতেই এক অন্য হার্দিককে দেখা গিয়েছে ৷ ভারতীয় সমর্থকদের ব্যঙ্গ ও কটূক্তি থেকে বহুদূরে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে দুরন্ত ছন্দে ব্যাটিং ও বোলিং করেছেন হার্দিক পান্ডিয়া ৷ টুর্নামেন্টে 8 ম্যাচ খেলে ও 6 নম্বরে ব্যাট করতে নেমে দেড়শোর উপরে স্ট্রাইকরেটে মোট 144 রান এবং 11 উইকেট নিয়েছেন হার্দিক ৷ যেখানে হার্দিকের সেরা পারফর্ম্যান্স এসেছে পাকিস্তান এবং ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷
উল্লেখ্য, হার্দিক ছাড়াও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জসপ্রীত বুমরা আইসিসি টি20 আন্তর্জাতিকে বোলারদের ব়্যাংকিংয়ে অনেকটাই উপরে উঠে এসেছেন ৷ বারো ধাপ উঠে তিনি 12 নম্বর পজিশনে রয়েছেন ৷ চারধাপ উঠে বুমরার ঠিক পরে 13 নম্বরে রয়েছেন আর্শদীপ সিং ৷ একধাপ উঠে 7 নম্বরে অক্ষর প্যাটেল এবং তিন ধাপ উপরে উঠে 8 নম্বরে রয়েছে কুলদীপ যাদব ৷