পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অ্যাপারাটাস বিশ্বকাপের ফাইনালে জিমন্যাস্ট দীপা কর্মকার, ব্যর্থ প্রণতি নায়েক - Dipa Karmakar - DIPA KARMAKAR

Dipa Karmakar: অ্যাপারাটাস বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার ৷ এই অ্যাপারাটাস বিশ্বকাপ এবছর প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জনের টুর্নামেন্ট ৷ ফলে দীপার সামনে সুযোগ রয়েছে, 2024 প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জনের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 2:09 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল: ভারতীয় তারকা জিমন্যাস্ট দীপা কর্মকার বুধবার চলতি এফআইজি অ্যাপারাটাস বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করেছেন ৷ দোহায় আয়োজিত ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে ষষ্ঠ স্থানে শেষ করে মহিলাদের ভল্ট ফাইনালে প্রবেশ করেছেন তিনি ৷ উল্লেখ্য, এটি এবছর আয়োজিত প্যারিস অলিম্পিকসের যোগ্যতা অর্জন টুর্নামেন্ট ৷

30 বছর বয়সী জিমন্যাস্ট গত মাসে আজারবাইজানে বাকু অ্যাপারাটাস বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করেছিলেন ৷ সেখানে দীপা কর্মকার 12.500 স্কোর করেন প্রথম ভল্টে ৷ আর দ্বিতীয় ভল্টে 13.066 পয়েন্ট পান দ্বিতীয় ভল্টে ৷ মোট 12.783 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছিলেন সেই টুর্নামেন্টে ৷ উল্লেখ্য, এফআইজি অ্যাপারাটাস বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম হয়েছেন নাভাস কারলা (13.916), দ্বিতীয় হন জর্জিভা ভ্যালেন্টিনা (13.316) এবং আন চাং ওকে 13.166 পয়েন্ট স্কোর করে তৃতীয় হন ৷

যোগ্যতা অর্জন পর্বে প্রথম আটজন ফাইনাল রাউন্ডে পারফর্ম করার সুযোগ পেয়েছেন ৷ তাঁদের মধ্যে দীপা রয়েছেন ছয় নম্বরে ৷ দীপার দীর্ঘদিনের কোচ বিশ্বেশ্বর নন্দী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, "আমি সাইয়ের কাছে কৃতজ্ঞ, আমাকে পাঠানোর জন্য ৷ দীপা এই মুহূর্তে 6 নম্বরে রয়েছে ৷ ও ফাইনালে আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ দু’বার লিগামেন্টের চোটের পর কোর্টে ফিরে বিশ্বের সেরা জিমন্যাস্টদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া অতটা সহজ নয় ৷ তাই আমরা অলিম্পিকসের যোগ্যতা অর্জন নিয়ে খুব একটা ভাবছি না ৷"

আগামী শুক্রবার এফআইজি অ্যাপারাটাস বিশ্বকাপ ফাইনালের পারফর্ম্যান্স হবে ৷ তবে, আরেক ভারতীয় জিমন্যাস্ট প্রণতি নায়েক ফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছেন ৷ যোগ্যতা অর্জন পর্বে 11 নম্বরে শেষ করেছেন প্রণতি নায়েক ৷ গত ফেব্রুয়ারি মাসে কায়রো বিশ্বকাপে ভল্ট ইভেন্টে 29 বছরের প্রণতি ব্রোঞ্জ পদক জিতেছিলেন ৷ উল্লেখ্য, প্রণতি এদিন তাঁর দ্বিতীয় ভল্টের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পড়ে যান ৷ ফলে 12.416 পয়েন্টে 11 নম্বরে শেষ করেন ৷ প্রণতির কোচ অশোক কুমার মিশ্র জানিয়েছেন, তাঁর গোড়ালিতে চোট লাগায় ফুলে গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'অকায়' কোলে দেশে ফিরলেন অনুষ্কা, ক্যামেরাতে দেখা গেল 'বিরাটপুত্র'র মুখ?
  2. আত্মপ্রকাশ ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের, কোচ ও পরামর্শদাতা কারা ?
  3. বল হাতে দুরন্ত দিল্লির ‘কিপার’, মুকেশ-ইশান্তের দাপটে ছারখার শুভমনরা

ABOUT THE AUTHOR

...view details