পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট, টস জিতে ধোনিদের ব্যাট করতে পাঠালেন শুভমন - IPL 2024

CSK vs GT in IPL 2024: 2023-এর ফাইনালটা এখনও স্পষ্ট মনে আছে ক্রিকেটপ্রেমীদের কাছে ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়েছিলেন ধোনিরা ৷ আজকের চেন্নাইয়ের স্টেডিয়ামে চিত্রটা একেবারে এক ৷ মঙ্গলবার সিএসকের মুখোমুখি হয়েছে জিটি ৷ দুই দলেরই অধিনায়ক বর্তমানে ভারতীয় ব্যাটারদের নতুন মুখ ৷ চিপকে আজ রুতুরাজ বাহিনীর বিরুদ্ধে টসে জিতে শুভমন গিল বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 7:54 PM IST

Updated : Mar 26, 2024, 8:16 PM IST

চেন্নাই, 26 মার্চ:আইপিএলে দুই তরুণ অধিনায়কের মগজাস্ত্রের লড়াই। একদিকে চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড়। অপরদিকে, গুজরাত টাইটান্সের শুভমন গিল। গতবার এই একই স্টেডিয়ামে ফাইনাল খেলেছিল ধোনির চেন্নাই ও হার্দিকের গুজরাত ৷ শেষ হাসি হেসেছিল চেন্নাই সুপার কিংস ৷ এবার দুই দলই তাদের আইপিএল অভিযান শুরু করেছে জয় দিয়ে। মঙ্গলবার ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রানার্স দল গুজরাত টাইটান্স কি হারের বদলা নিতে পারবে? নাকি ফের এগিয়ে যাবে ইয়েলো ব্রিগেড ?

চিপকে এদিন শুভমন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ প্রতিপক্ষ চেন্নাইয়ের ওপেনিংয়ে নেমেছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র ৷ শুক্রবার চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে কোহলিদের 6 উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস। জয় দিয়ে যাত্রা শুরু করেন নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এদিকে শুভমন গিল 6 রানে মুম্বইকে হারিয়ে চলতি কোটিপতি লিগে জিতে পুরো পয়েন্ট নিয়ে খাতা খোলে ৷

চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও বলেন, "টস জিতলে বোলিং নিতাম। তবে প্রথম ব্যাটিংয়েও খুব একটা পার্থক্য হবে না। পরের দিকে পিচ খুব একটা পরিবর্তন হবে না।" সিএসকে একাদশে একটি পরিবর্তন হয়েছে। রুতুরাজই বলেন, "মহেশ থিকসানার জায়গায়, আমাদের মালিঙ্গা ফিরেছেন।" গতবারের রানার্স দলের অধিনায়ক শুভমন বলেন, "আমরা প্রথমে বোলিং করব। মুম্বইয়ের বিপক্ষে আমাদের বোলাররা যেভাবে বাউন্স ব্যাক করেছিল, তাতেই পরিষ্কার দলের চরিত্র ৷ "

চেন্নাই সুপার কিংসের একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান ৷

গুজরাত টাইটান্সের একাদশ: শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), আজমতুল্লা ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, রবি শ্রীনিবাসন সাই কিশোর, উমেশ যাদব, মোহিত শর্মা, স্পেন্সার জনসন ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া প্রসঙ্গে সমালোচকদের বার্তা বিরাটের
  2. নির্বাচনের দ্বিতীয় দফায় ইডেনে কেকেআর-পঞ্জাব, ঘোষিত আইপিএলের অবশিষ্ট সূচি
  3. রং বরসে'তে 'গম্ভীর' নন গৌতম, হোলির আনন্দে 'কালারফুল' শ্রেয়সরা
Last Updated : Mar 26, 2024, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details