জয়পুর, 11 এপ্রিল:প্রথম চার ম্যাচে যে রাজস্থান রয়্যালসকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল, পঞ্চম ম্যাচে এসে পদস্খলন হল তাদের ৷ তাও আবার ঘরের মাঠে ৷ বুধবার প্রথমে ব্যাট করে প্রায় দু'শো রান তুলেও চলতি আইপিএলে প্রথম হারের মুখ দেখল রয়্যালস ৷ শেষ বলে চার মেরে গুজরাত টাইটান্সকে জয় এনে দিলেন রশিদ খান ৷ রাজস্থানের দেওয়া 197 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তিন উইকেটে জয় পেল 2022-এর চ্যাম্পিয়নরা ৷
সোয়াই মান সিং স্টেডিয়ামে টস হেরে এদিন প্রথমে ব্যাটিং করে গোলাপি ব্রিগেড ৷ দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের ব্যর্থতা প্রকট হতে দেননি অধিনায়ক সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ ৷ তৃতীয় উইকেটে এই দু'য়ের বিধ্বংসী ব্যাটিং রাজস্থানকে বড় রান তুলতে সাহায্য করে ৷ 7টি চার, 2টি ছয়ে 38 বলে ঝোড়ো 68 রানের ইনিংস আসে অধিনায়ক সঞ্জুর ব্যাটে ৷ পরাগ করেন 48 বলে 76 রান, মারেন 3টি চার ও 5টি ছক্কা ৷ শেষদিকে সিমরন হেটমেয়ারের 5 বলে অপরাজিত 13 রান রাজস্থানকে পৌঁছে দেয় 196 রানে (3 উইকেট) ৷