পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তৃতীয় গেমে লিরেন ‘বধ’ ! বিশ্ব চ্যাম্পিয়নশিপে সমতা ফেরালেন গুকেশ - WORLD CHESS CHAMPIONSHIP 2024

প্রথম গেমে হার, দ্বিতীয় গেমে ড্রয়ের পর তৃতীয় গেম জিতলেন ডি গুকেশ ৷ ফলে 14 ম্যাচের সিরিজে এখন স্কোর 1.5-1.5 ৷

D GUKESH VS DING LIREN
বিশ্ব চ্যাম্পিয়নশিপে সমতা ফেরালেন গুকেশ (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 27, 2024, 7:38 PM IST

সিঙ্গাপুর, 27 নভেম্বর: টরন্টোয় ক্যান্ডিডেট চেজ চ্যাম্পিয়নশিপ জিতে কনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেয়েছেন গুকেশ ডোম্মারাজু ৷ এবার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনের বিরুদ্ধে প্রথম জয় পেলেন গুকেশ ৷ তৃতীয় গেম জিতলেন তিনি ৷

প্রথম গেমে হেরে যাওয়ার পর দ্বিতীয় গেম ড্র হয় ৷ তৃতীয় গেমে জিতে ম্যাচে সমতা ফেরালেন ডি গুকেশ ৷ ফলে 14 ম্যাচের সিরিজে এখন স্কোর 1.5-1.5 ৷ গুকেশ বলেন, ‘‘খুব ভালো লাগছে । গত দু’দিন আমি আমার খেলায় খুশি ছিলাম । আজ আমি আমার খেলায় আরও খুশি ৷ প্রতিপক্ষকে পরাজিত করতে পেরেছি যা সবসময় সুন্দর ৷’’

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দু’টি গেমে সুবিধা করতে পারেননি গুকেশ । বুধবার অবশ্য খেলার শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন ৷ লিরেনও চাপ বাড়াচ্ছিলেন একসময় ৷ যদিও শেষের দিকে এসে ভুল করেন বসেন বিশ্বজয়ী গ্র্যান্ডমাস্টার । তাতেই ম্যাচ বেড়ে করে নেন আনন্দের ছাত্র ৷ 37 চালে ম্যাচ শেষ করেন গুকেশ । এদিন গুকেশের কৌশলের সামনে খেই হারান লিরেন । শেষ ন’টি চালের জন্য তাঁর হাতে ছিল মাত্র 2 মিনিট । সেই চাপই সামলাতে পারেননি তিনি ।

ক্যান্ডিডেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে মার্কিন প্রতিদ্বন্দ্বী হিকারু নাকামুরার বিরুদ্ধে সহজ ড্র গুকেশের সামনে বিশ্বচ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ এনে দেয় ৷ সম্ভাব্য সর্বোচ্চ 14 পয়েন্টের মধ্যে 9 পয়েন্ট সংগ্রহ করে 1984 কাসপারভের নজির ভাঙেন দক্ষিণী গ্র্যান্ডমাস্টার ৷ তাঁরই শহরের কিংবদন্তি তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতা জিতেছেন গুকেশ ৷ 2014 এই টুর্নামেন্ট জিতেছিলেন আনন্দ ৷ ঘটনাচক্রে গুকেশ আবার কিংবদন্তির অ্যাকাডেমিরই ছাত্র ৷

দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলে বিশ্বনাথন আনন্দের পর প্রথম ভারতীয় হবেন গুকেশ । কেরিয়ারে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন আনন্দ ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details