পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

2027 বিশ্বকাপ নিয়ে বিরাট-রোহিতদের বার্তা দিলেন গম্ভীর - Indian Cricket - INDIAN CRICKET

Goutam Gambhir on Rohit Sharma-Virat Kohli: বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বার্তা দিয়েছেন গৌতি ৷ টি-20 বিশ্বকাপের পর অবসরে গিয়েছেন দলের দুই মহাতারকা ৷ বাকি দুই ফর্ম্যাটে বেশিরভাগ ম্যাচেই রোহিত-কোহলি’কে চান বলে জানালেন গম্ভীর ৷

Goutam Gambhir on Rohit Sharma-Virat Kohli
বিরাট-রোহিতদের বার্তা দিলেন গম্ভীর (ইটিভি ভারত)

By PTI

Published : Jul 22, 2024, 5:29 PM IST

মুম্বই, 22 জুলাই: টিম ইন্ডিয়ার হেডস্যরের চেয়ারে বসানো হয়েছে গৌতম গম্ভীরকে ৷ দায়িত্ব নিয়ে প্রথমবার সাংবাদিকদের এসেছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ৷ প্রধান নির্বাচক অজিত আগরকরকে পাশে নিয়ে নিয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়েও বার্তা দিয়েছেন গৌতি ৷ দলের দুই মহাতারকাকে নিয়ে তাঁর কী পরিকল্পনা, তাও জানিয়েছেন গম্ভীর ৷

টি-20 বিশ্বকাপ জিতিয়ে অবসরে গিয়েছেন দলের অধিনায়ক ও প্রাক্তন অধিনায়ক ৷ যদিও ওডিআই এবং পাঁচদিনের ক্রিকেটে দেশের হয়ে খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ শ্রীলঙ্কা সিরিজেও রোহিতকেই দলের দায়িত্ব সঁপেছেন গম্ভীর ৷ একইসঙ্গে গৌতি জানিয়েছেন, ওডিআই ও টেস্ট ফর্ম্যাটে বেশিরভাগ ম্যাচেই রোহিত-কোহলি’কে চান ৷ চারবছর পর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে বসবে বিশ্বকাপের আসর ৷ সেখানেও তাঁর ভাবনায় রোহিত-কোহলি আছেন বলে জানিয়েছেন গম্ভীর ৷

2023 ওডিআই বিশ্বকাপ ও 2024 টি-20 বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন রোহিত ও বিরাট ৷ দলকে পরপর দু’টি বিশ্বকাপ ফাইনালে তোলার পিছনে দুই তারকার যথেষ্ট অবদান ছিল ৷ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতে ওপেনিংয়েও দুর্দান্ত খেলেছিলেন হিটম্যান ৷ যদিও তিনবছর পর রোহিতের বয়স হবে 40, বিরাটের বয়স হবে 38 ৷ ফলে এই মুহূর্তে শারীরিক সক্ষমতার শীর্ষে থাকলেও পরবর্তী বিশ্বকাপে তাঁদের থাকা নিশ্চিত নয় ৷

গম্ভীর বলেন, ‘‘2027 ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিত এবং কোহলির ফিটনেসের দিকে মনোনিবেশ করা হবে । ওরা দেখিয়েছে বড় ম্যাচে দলকে কী দিতে পারে ৷ টি-20 বিশ্বকাপ, 50 ওভারের বিশ্বকাপ তার প্রমাণ ৷ একটা জিনিস আমি খুব স্পষ্ট করে বলতে পারি যে দু’জনের মধ্যেই অনেক ক্রিকেট বাকি আছে । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অস্ট্রেলিয়ার বড় সফর রয়েছে ৷ 2027 বিশ্বকাপ পর্যন্ত ফিটনেস ধরে রাখতে পারলে বিশ্বকাপের অংশ হবে দু’জনে ৷ তবে এটি ওদের অত্যন্ত ব্যক্তিগত সিদ্ধান্ত ।’’

ABOUT THE AUTHOR

...view details