পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বইয়ের সামনে লিগ শিল্ড জয়ী বাগান, প্রকাশিত আইএসএলের সূচি - ISL 2024 25 - ISL 2024 25

ISL FIXTURES ANNOUNCED: আইআসএলের ঢাকে কাঠি পড়ছে গতবারের দুই চ্য়াম্পিয়নের মধ্যে ম্য়াচ দিয়ে ৷ 13 সেপ্টেম্বর সিজন ওপেনারে গতবারের লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে আইএসএল চ্য়াম্পিয়ন মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ৷ পরদিন অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি'র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ৷

ISL FIXTURES ANNOUNCED
গতবারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান (MOHUN BAGAN SUPER GIANT X HANDLE)

By ETV Bharat Sports Team

Published : Aug 25, 2024, 7:30 PM IST

Updated : Aug 25, 2024, 7:53 PM IST

নয়াদিল্লি, 25 অগস্ট: সামনে এল আইএসএলের একাদশ সংস্করণের সূচি ৷ রবিবার বিকেলে এফএসডিএল আইএসএলের যে আংশিক সূচি প্রকাশ করেছে তাতে 2024-25 আইএসএলের ঢাকে কাঠি পড়ছে গতবারের দুই চ্য়াম্পিয়নের মধ্যে ম্য়াচ দিয়ে ৷ অর্থাৎ, 13 সেপ্টেম্বর সিজন ওপেনারে গতবারের লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে আইএসএল চ্য়াম্পিয়ন মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ৷ ম্য়াচটি অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷ পরদিন অর্থাৎ, 14 সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি'র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ৷

মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি আসন্ন মরশুমে আইএসএলে আত্মপ্রকাশ হচ্ছে কলকাতার আরেক প্রধান মহামেডান এসসি'র ৷ আগামী 16 সেপ্টেম্বর তারা আইএসএলের প্রথম ম্যাচ খেলবে নর্থ-ইস্ট ইউনাইডের বিরুদ্ধে ৷ উল্লেখ্য, কিশোরভারতী ক্রীড়াঙ্গনকে হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে সাদা-কালো শিবির ৷ সেখানেই তারা আইএসএলের প্রথম ম্যাচ খেলবে ৷

মহামেডানের অন্তর্ভুক্তি ঘটায় আইএসএলে এবার হাফডজন কলকাতা ডার্বি অনুষ্ঠিত হবে ৷ যার প্রথমটা 5 অক্টোবর দুর্গাপুজোর আবহে ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ও মহামেডান ৷ ঠিক তার পরের ম্যাচ আরও একটা ডার্বি সবুজ-মেরুনের জন্য ৷ 19 অক্টোবর যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল- মোহনবাগান ৷ 9 নভেম্বর ঘরের মাঠে সাদা-কালো শিবিরের বিরুদ্ধে প্রথম লেগের ম্য়াচ খেলবে লাল-হলুদ ৷

রবিবার যদিও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি এফএসডিএল ৷ ডিসেম্বর পর্যন্ত আংশিক সূচি সামনে এনেছে আয়োজকরা ৷ তবে উল্লেখযোগ্যভাবে হায়দরাবাদ এফসি'কে রেখেই প্রকাশিত হয়েছে সূচি ৷ সিজন ওপেনারে আপাতত ডুরান্ড খেলতে ব্যস্ত মোহনবাগান ৷ ডুরান্ড শেষ করেই আইএসএলের বৃত্তে ঢুকে পড়বে তারা ৷ অন্যদিকে ডুরান্ড থেকে বিদায় নিয়ে ইতিমধ্যেই টপ টিয়ার লিগের প্রস্তুতি শুরু করে দিয়ে ইস্টবেঙ্গল ও মহামেডান ৷

Last Updated : Aug 25, 2024, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details