নয়াদিল্লি, 25 অগস্ট: সামনে এল আইএসএলের একাদশ সংস্করণের সূচি ৷ রবিবার বিকেলে এফএসডিএল আইএসএলের যে আংশিক সূচি প্রকাশ করেছে তাতে 2024-25 আইএসএলের ঢাকে কাঠি পড়ছে গতবারের দুই চ্য়াম্পিয়নের মধ্যে ম্য়াচ দিয়ে ৷ অর্থাৎ, 13 সেপ্টেম্বর সিজন ওপেনারে গতবারের লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে আইএসএল চ্য়াম্পিয়ন মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ৷ ম্য়াচটি অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷ পরদিন অর্থাৎ, 14 সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি'র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ৷
মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি আসন্ন মরশুমে আইএসএলে আত্মপ্রকাশ হচ্ছে কলকাতার আরেক প্রধান মহামেডান এসসি'র ৷ আগামী 16 সেপ্টেম্বর তারা আইএসএলের প্রথম ম্যাচ খেলবে নর্থ-ইস্ট ইউনাইডের বিরুদ্ধে ৷ উল্লেখ্য, কিশোরভারতী ক্রীড়াঙ্গনকে হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে সাদা-কালো শিবির ৷ সেখানেই তারা আইএসএলের প্রথম ম্যাচ খেলবে ৷