হায়দরাবাদ, 29 অক্টোবর: যোগ্য হয়েও ব্যালন ডি'অরে কীভাবে এতটা উপেক্ষিত হওয়া সম্ভব ? রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের খেতাব হারানোয় প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে ৷ লাস্ট ল্যাপে ব্রাজিলিয়ানকে পিছনে ফেলে 68তম ব্য়ালন ডি'অর অনুষ্ঠানে সেরা ফুটবলারের শিরোপা ছিনিয়ে নিয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ৷ আর এতেই 'ষড়যন্ত্র' দেখছে ফুটবল মহল ৷ যোগ্য সত্ত্বেও উপেক্ষিত হওয়ায় ভিনিসিয়াস জুনিয়রের পাশে দাঁড়িয়েছেন টনি ক্রুজ, এডুয়ার্ডো ক্য়ামাভিঙ্গা, করিম বেনজেমারা ৷
ক্লাব এবং দেশের হয়ে 26টি গোলের পাশাপাশি গত মরশুমে 11টি অ্য়াসিস্ট ছিল 24 বছর বয়সি প্রাক্তন ফ্ল্য়ামেঙ্গো ফুটবলারের নামের পাশে ৷ রিয়াল মাদ্রিদের জার্সিতে ঘরোয়া লিগ (লা-লিগা) তো বটেই, মহাদেশীয় প্রতিযোগিতাতেও (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) ফর্মের চূড়ায় ছিলেন ভিনি ৷ দু'টিতেই চ্যাম্পিয়ন হয় স্প্য়ানিশ জায়ান্টরা ৷ তারপরেও ভিনিসিয়াসের ব্য়ালন ডি'অর না-মেলায় হতাশ একইসঙ্গে ক্ষুব্ধ টনি ক্রুজ ৷ যিনি গত মরশুমের পরই বুটজোড়া তুলে রেখেছেন ৷