নয়াদিল্লি, 31 অগস্ট: পাকিস্তানের মাটিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে জল্পনা দীর্ঘদিনের ৷ সম্প্রতি জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে ৷ বিসিসিআই'য়ের বিদায়ী সচিব আইসিসি'র মসনদে বসায় ভারতের সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার সম্ভাবনা তীব্র হল বলে মনে করছে নানা মহল ৷ এমতাবস্থায় পাকিস্তানে ভারতের খেলতে যাওয়া নিয়ে বড় মন্তব্য করলেন দানিশ কানেরিয়া ৷ প্রাক্তন পাক স্পিনার জানালেন, ভারতের সেদেশে খেলতে না-যাওয়াই উচিৎ ৷
পাকিস্তানের হয়ে 61টি টেস্ট খেলা ক্রিকেটার স্পোর্টস তাক'কে বলেন, "পাকিস্তানের পরিস্থিতির কথা বিচার করে পাকিস্তানের সেদেশে খেলতে যাওয়া উচিৎ নয় ৷ পাকিস্তানেরও বিষয়টি ভেবে দেখা উচিৎ এবং সব চিন্তা করে আইসিসি টুর্নামেন্ট হাইব্রিড মডেলে নিয়ে যাবে বলে মনে হয় ৷" কানেরিয়া এ প্রসঙ্গে আরও বলেন, "ক্রিকেটারদের নিরাপত্তা এক্ষেত্রে সর্বাগ্রে প্রাধান্য পাওয়া উচিৎ ৷ সম্মানের কথা পরে ভাবা যাবে ৷ আমার মনে হয় বিসিসিআই দারুণ কাজ করছে ৷ হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে সেই সিদ্ধান্ত সকল দেশের মেনে নেওয়া উচিৎ ৷"