মেলবোর্ন, 30 ডিসেম্বর: ভারতের রান তখন ছয় উইকেটে 140 ৷ ম্য়াচ বাঁচাতে ক্রিজ আঁকড়ে পড়ে থাকতে হবে আরও 11 ওভার ৷ ক্রিজে স্পেশালিস্ট ব্যাটার বলতে একমাত্র যশস্বী জয়সওয়াল তখন ব্য়াট করছেন 84 রানে ৷ 71তম ওভারের পঞ্চম বলে প্যাট কামিন্সের একটি বাউন্সার হুক করতে গিয়ে তা মিস করেন ভারতীয় ওপেনার ৷ বল উইকেটরক্ষকের হাতে গিয়ে জমা পড়তেই আবেদন করেন অজি ক্রিকেটাররা ৷ অন-ফিল্ড আম্পায়ার আউট না-দেওয়ায় ডিআরএস নেয় অস্ট্রেলিয়া ৷ স্নিকোমিটারে কোনও স্পাইক দেখা না-গেলেও থার্ড-আম্পায়ার আউট দেওয়ায় তৈরি হয় বিতর্ক ৷
ভারতীয় ব্যাটিং লাইন-আপের শেষ স্পেশালিস্ট ব্য়াটারকে এমন বিতর্কিত আউট দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি এমসিজি'তে হাজির ভারতীয় সমর্থকরা ৷ এমনিতেই কনস্টাস-কাণ্ডে বক্সিং-ডে টেস্টের শুরু থেকে তেতে রয়েছে গ্য়ালারি ৷ এদিনের ঘটনা যেন তাতে ঘৃতাহুতি দেয় ৷ স্নিকোমিটার প্রযুক্তিতে আউট বোঝা না-গেলেও প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার সৈকত শারফুদ্দৌলা ৷ এরপরই অজি শিবিরকে 'প্রতারক' বলে সমস্বরে চেঁচাতে থাকেন ভারতের ক্রিকেট অনুরাগীরা ৷ কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি ৷ শেষমেশ 184 রানে ম্য়াচ হারতে হয় ভারতকে ৷