পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সাড়ে 6 কোটির গাঁজা পাচার ! গ্রেফতার আইএসএল কাঁপানো তারকা - ISL Star Player Arrested

ISL Star Arrested: ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন জামশেদপুর এফসির হয়ে ৷ ইংল্য়ান্ডের অনুর্ধ-17 ও অনুর্ধ্ব-19 জাতীয় দলে খেলা ফরোয়ার্ড বল জড়িয়েছেন ইস্টবেঙ্গলের জালেও ৷ তিনি এবার ধরা পড়লেন 6 কোটি টাকার গাঁজা পাচার করতে গিয়ে ৷

former arsenal striker arrested
গ্রেফতার আইএসএল কাঁপানো তারকা (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Sep 20, 2024, 3:52 PM IST

Updated : Sep 20, 2024, 4:25 PM IST

লন্ডন, 20 সেপ্টেম্বর: তিনি বিপক্ষের বক্সে ঢোকা মানেই ত্রাহি ত্রাহি রব ৷ ইন্ডিয়ান সুপার লিগে প্রাক্তন আর্সেনাল তারকার নামের পাশে মাত্র 2 গোল থাকলেও ডি-বক্সে তিনি সবসময়ই ভয়ংকর ৷ ইংল্যান্ডের অনুর্ধ-17 ও অনুর্ধ্ব-19 জাতীয় দলে খেলা ফরোয়ার্ডকে ধুমধাম করে সই করিয়েছিল জামশেদরপুর এফসি ৷ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলও পেয়েছিলেন ৷ এবার প্রায় সাড়ে 6 কোটি টাকার গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন তিনি ৷

আর্সেনালেও খেলেছেন জে ইমানুয়েল-থমাস ৷ 33 বছরের এই ফুটবলার মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন । ব্যাংকক থেকে ফেরার সময় স্ট্যানস্টেড বিমানবন্দরে তাঁর কাছ থেকে 600,000 পাউন্ড (প্রায় 6 কোটি 66 লাখ) মূল্যের গাঁজা উদ্ধার হয় ৷ ইউকে বর্ডার ফোর্স এজেন্ট সূত্রে খবর, তাঁর কাছে থাকা বেশ কয়েকটি স্যুটকেসে মাদক পাওয়া গিয়েছে । তারপরেই গ্রেফতার করা হয় গ্রিনক মর্টনের স্ট্রাইকারকে ।

আর্সেনালেও খেলেছেন জে ইমানুয়েল-থমাস (ইটিভি ভারত)

জানা গিয়েছে, তাঁর স্যুটকেস থেকে মিলেছে 60 কেজি গাঁজা ৷ ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে, 28 এবং 32 বছর বয়সি আরও দুই মহিলাকে স্ট্যানস্টেড বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে ৷

8 বছর বয়সে আর্সেনালের ডেভেলপমেন্ট একাডেমি থেকে স্নাতক হন ইমানুয়েল-থমাস ৷ 2010 সালে আর্সেনালের হয়ে প্রিমিয়র লিগে অভিষেক হয় । পরে 2011 সালে ইপসউইচ টাউনে 1.1 মিলিয়ন পাউন্ডের চুক্তি স্বাক্ষর করেন । 2022-23 মরশুমে যোগ দেন জামশেদপুর এফসি’তে ৷ 17টি ম্যাচে ইস্পাতনগরীর প্রতিনিধিত্ব করা ইমানুয়েলের নামের পাশে রয়েছে 2টি গোল ৷ তারমধ্যে একটি এসেছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৷

আরও পড়ুন:

Last Updated : Sep 20, 2024, 4:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details