পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অবসরের ধুম বাইশ গজে, আট দিনে সন্ন্যাস পাঁচ ক্রিকেটারের; তালিকায় চমক - CRICKETERS WHO RETIRED RECENTLY - CRICKETERS WHO RETIRED RECENTLY

CRICKETERS WHO ANNOUNCED RETIREMENT RECENTLY: শিখর ধাওয়ান তো রয়েছেনই, তালিকায় রয়েছেন 26 বছর বয়সি এক অজি ক্রিকেটার ৷ যিনি চোট-আঘাতে ভুগতে ভুগতে বিরক্ত হয়ে সম্প্রতি বিদায় জানালেন বাইশ গজকে ৷ তালিকায় আর কারা?

CRICKETERS WHO ANNOUNCED RETIREMENT RECENTLY
অবসর নিলেন যাঁরা (IANS/GETTY)

By ETV Bharat Sports Team

Published : Sep 1, 2024, 7:38 PM IST

হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: ক্রিকেট বিশ্বে চলছে একের পর এক অবসর ঘোষণা ৷ গত আট দিনে 5 জন আন্তর্জাতিক ক্রিকেটার সন্ন্যাস নিয়েছেন বাইশ গজ থেকে ৷ শুরুটা হয়েছিল ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ানকে দিয়ে ৷ এরপর একে একে অবসরে গিয়েছেন আরও চার ৷ শিখর ছাড়া তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় ৷ তালিকায় চমক অজি ব্যাটার উইল পুকোভস্কি ৷ একনজরে তালিকা-

শিখর ধাওয়ান: গত 24 অগস্ট বর্ণময় ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানান ভারতীয় ক্রিকেটের 'গব্বর' শিখর ধাওয়ান ৷ আইসিসি ইভেন্টে তাঁর ঈর্ষনীয় সাফল্যের কারণে তাঁকে ডাকাই হত 'মিঃ আইসিসি' নামে ৷ 2013 ইংল্যান্ডের মাটিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন শিখর ৷ ভারতের জার্সিতে 269টি আন্তর্জাতিক ম্যাচে 24টি শতরান রয়েছে তাঁর নামে ৷ রানসংখ্যা প্রায় 11 হাজার ৷

বারিন্দর স্রান: জাতীয় দলের জার্সিতে 6টি ওডিআই ও 2টি আন্তর্জাতিক টি-20 ম্য়াচ খেলা বারিন্দর স্রান ক্রিকেট থেকে অবসর নেন ধাওয়ানের কয়েকদিন বাদেই ৷

ডেভিড মালান: সংক্ষিপ্ত ফরম্য়াটে ইংল্য়ান্ডের বিধ্বংসী ব্য়াটার ডেভিড মালানও ক্রিকেট থেকে সন্ন্যাস নিলেন 29 অগস্ট ৷ 62টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে থ্রি-লায়ন্সের হয়ে 1,892 রান করেছেন প্রাক্তন পয়লা নম্বর এই ব্যাটার ৷ 2022 কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য মালানের ঝুলিতে রয়েছে তিন ফরম্যাটেই শতরানের রেকর্ড ৷

উইল পুকোভস্কি: কেরিয়ারের অধিকাংশ সময়টা জুড়েই ভুগিয়েছে চোট ৷ সমস্য়া হয়ে দাঁড়িয়েছিল লাগাতার কনকাশন ৷ একপ্রকার হতাশ হয়েই মাত্র 26 বছর বয়সে বাইশ গজকে বিদায় জানালেন ভিক্টোরিয়ার ব্য়াটার উইল পুকোভস্কি ৷ প্রতিভাবান এই ব্যাটার অস্ট্রেলিয়া জাতীয় দলের একটিই মাত্র টেস্ট খেলেছেন. তাও আবার ভারতের বিরুদ্ধে ৷ চোট-আঘাত সমস্যায় পুকোভস্কির এই ঘোষণা অবাক করেছে অনুরাগীদের ৷

শ্যানন গ্যাব্রিয়েল: সোশাল মিডিয়ায় সম্প্রতি অবসর ঘোষণা করলেন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল ৷ 59টি টেস্ট ম্য়াচে 166টি উইকেট রয়েছে ডানহাতি এই জোরে বোলারের নামে ৷ জাতীয় দলের হয়ে খেলেছেন 25টি ওয়ান-ডে ৷

ABOUT THE AUTHOR

...view details