বুয়েনস আইরস, 28 সেপ্টেম্বর: কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পর তাঁর সেলিব্রেশন সাড়া ফেলেছিল ক্রীড়াবিশ্বে ৷ বছরদু'য়েক বাদে এসে একইরকম সেলিব্রেশেনের জেরে নির্বাসনে যেতে হচ্ছে আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ৷ বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা'র তরফে মেসির সতীর্থ গোলরক্ষককে দু'ম্য়াচের জন্য নিষিদ্ধ হওয়ার খবর জানিয়েছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন ৷
নির্বাসনের ফলে আগামী মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দু'ম্য়াচে খেলতে পারবেন না এমি ৷ 10 অক্টোবর ভেনেজুয়েলা এবে 15 অক্টোবর বলিভিয়ার বিরুদ্ধে ম্য়াচে বিশ্বজয়ী গোলরক্ষককে পাবে না 'লা আলবিসেলেস্তে' ৷ ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে মার্তিনেজের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন ৷ কী কারণে গোলরক্ষকের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাও জানানো হয়েছে বিবৃতিতে ৷