হায়দরাবাদ, 17 ডিসেম্বর: শেষের পথে 2024 । বর্ষবরণের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে ৷ চলছে শেষ হতে চলা বছর থেকে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব-নিকেশও ৷ অন্যান্য বছরের মতো এবছরও ঘটনাবহুল । ক্রীড়াক্ষেত্রে যেভাবে একাধিক নজির দেখেছে বিশ্ব, তেমনই তারকা বিয়োগের যন্ত্রণাও রয়েছে ।
সবুজ গালিচা থেকে বাইশ গজ, বছরের পর বছর নিজেদের শৈলিতে মন মজিয়েছেন যারা, তাঁদের অনেকেই জীবনযুদ্ধে পরাজিত হয়েছেন । ফ্রাঞ্জ বেকেনবাওয়ার থেকে মারিও জাগালো হয়ে কলকাতা ময়দানের টিকে চাত্তুনি, তারার দেশে পাড়ি দেওয়া তারকাদের সংখ্যাটা নেহাতই কম নয় । বছর শেষে তাঁদেরকেই স্মরণ করল ইটিভি ভারত ।
টিকে চাত্তুনি (T. K. Chathunni), ফুটবল কোচ: মোহনবাগানের প্রথম জাতীয় লিগ জয়ী কোচ টিকে চাত্তুনি ৷ 1997 সালে মোহনবাগানকে প্রথম জাতীয় লিগ জেতানো কোচ তিনি ৷ 12 জুন প্রয়াত হন তিনি, মৃত্যুকালে বয়স হয়েছিল 79 বছর ৷
1997-98 ফুটবল মরশুমে সালগাওকার থেকে এসেই মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেন টিকে চাত্তুনি ৷ অমল দত্তের ডায়মন্ড সিস্টেমের তখন রমরমা ৷ 1997 সালের ফেডারেশন কাপ সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হেরে বিদায় নেয় সবুজ-মেরুন ৷ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাত্তুনির সালগাওকার ৷ মোহনবাগান কর্তাদের নজরে পড়ে যান কেরালার কোচ ৷ অমল দত্তের জায়গায় জাতীয় লিগে গঙ্গাপাড়ের ক্লাবের কোচের দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷ দায়িত্ব নিয়েই অল্প দিনের কোচিংয়ে জাতীয় লিগ জেতান মোহনবাগানকে ৷ তবে, কলকাতায় টিকে চাত্তুনির কোচিং জীবন খুব বেশি দিনের ছিল না ৷ পরবর্তীকালে আর এখানকার কোনও দলকে কোচিং করাতে দেখা যায়নি ৷
জয়ন্ত পুশিলাল (Jayanta Pushilal), দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী টেবিল টেনিস কোচ: বাংলার টেবল টেনিসের 'দ্রোণাচার্য' কোচ জয়ন্ত পুশিলাল । দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি । অরূপ বসাক, মৌমা দাস, প্রাপ্তি সেনের মতো জাতীয় চ্যাম্পিয়ন খেলোয়াড় গড়েছেন তিনি । আমেরিকায় গিয়েও অলিম্পিয়ান তৈরি করেছেন । 9 সেপ্টেম্বর প্রয়াত হন তিনি ৷
অংশুমান গায়কোয়াড় (Anshuman Gaekwad), প্রাক্তন ভারতীয় ক্রিকেটার: ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ অংশুমান গায়কোয়াড় ৷ দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর ৷
দেশের হয়ে 40টি টেস্ট ও 15টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করা অংশুমান গায়কোয়াড় ছিলেন সুনীল গাভাসকরের অন্যতম ওপেনিং পার্টনার । 71 বছর বয়সি গায়কোয়াড়ের ক্যানসারের চিকিৎসার জন্য তাঁর পরিবার কয়েক সপ্তাহ আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছিলেন ৷ বোর্ডও সেই আবেদনে সাড়া দিয়ে 1 কোটি টাকা তাঁর চিকিৎসা বাবদ দেয় ৷ একই সঙ্গে 1983 বিশ্বকাপজয়ী দলের সদস্যরাও তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ৷ 2018 সালে ভারতীয় বোর্ডের তরফে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয় অংশুমান গায়কোয়াড়কে ৷
দত্তাজিরাও গায়কোয়াড় (Dattajirao Krishnarao Gaekwad), ক্রিকেটার: 1952 সালে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর । স্বাধীন দেশের প্রথম প্রজন্মের ক্রিকেটার খেলেছিলেন মোট 11টি টেস্ট । মৃত্যুর আগে দেশের প্রবীণতম টেস্ট ক্রিকেটার ছিলেন তিনি ৷
ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ (Frank Duckworth): ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতির অন্যতম উদ্ভাবক ছিলেন তিনি ৷ ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ও তাঁর সহকর্মী পরিসংখ্যানবিদ অ্যান্টনি জন লুইসের (টনি লুইস) প্রণীত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি, বৃষ্টি-প্রভাবিত ক্রিকেট ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য ব্যবহৃত হয় । ডাকওয়ার্থ এবং লুইস দুজন’কেই 2010 সালের জুন মাসে এমবিই’তে (মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার) ভূষিত করা হয়েছিল । 2020 সালের 15 মার্চে প্রয়াত হন টনি লুইস ৷ এই বছর চলে গেলেন তাঁর সহকর্মীও ৷