নয়াদিল্লি, 22 অক্টোবর: সতীর্থদের সঙ্গে নিয়ে গতবছরের শুরুতে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন ৷ আর এবার কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আত্মজীবনীতে বিস্ফোরক প্রাক্তন কুস্তিগীর সাক্ষী মালিক ৷ 2012 কাজাখস্তানের মাটিতে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনাজয়ের পর হোটেলের ঘরে ব্রিজভূষণ কীভাবে তাঁর যৌন হেনস্তার চেষ্টা করেছিলেন, অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর তাঁর আত্মজীবনী 'উইটনেস'-এ সেই বিস্ফোরক বর্ণনাই দিয়েছেন ৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সাক্ষীর আত্মজীবনীর একটি অংশ উদ্ধৃত করে বিষয়টি সামনে এনেছে ৷ যেখানে প্রাক্তন কুস্তিগীর লেখেন, "সিং আমাকে মা-বাবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন ৷ এতে কোনও ক্ষতি ছিল না ৷ আমি মা-বাবাকে আমার ম্যাচের ফলাফল সম্পর্কে জানাই, আমার পদক নিয়ে কথা বলি ৷ ততক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল ৷ কিন্তু কথা শেষ হতেই উনি আমায় হেনস্তা করার চেষ্টা করেন ৷ আমি তখন তাঁর বিছানায় বসে ৷ আমি তাঁকে ঠেলে সরিয়ে দিয়ে কাঁদতে শুরু করি ৷"