পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সোনাজয়ের পর হোটেলের ঘরে নিগ্রহের চেষ্টা, ব্রিজভূষণের বিরুদ্ধে আত্মজীবনীতে বিস্ফোরক সাক্ষী

সম্প্রতি প্রকাশিত হয়েছে অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিকের আত্মজীবনী ৷ সেখানে ব্রিজভূষণকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন কুস্তিগীর ৷ কী লিখলেন তিনি?

SAKSHI MALIK
সাক্ষী মালিক (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 22, 2024, 9:43 PM IST

নয়াদিল্লি, 22 অক্টোবর: সতীর্থদের সঙ্গে নিয়ে গতবছরের শুরুতে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন ৷ আর এবার কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আত্মজীবনীতে বিস্ফোরক প্রাক্তন কুস্তিগীর সাক্ষী মালিক ৷ 2012 কাজাখস্তানের মাটিতে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনাজয়ের পর হোটেলের ঘরে ব্রিজভূষণ কীভাবে তাঁর যৌন হেনস্তার চেষ্টা করেছিলেন, অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর তাঁর আত্মজীবনী 'উইটনেস'-এ সেই বিস্ফোরক বর্ণনাই দিয়েছেন ৷

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সাক্ষীর আত্মজীবনীর একটি অংশ উদ্ধৃত করে বিষয়টি সামনে এনেছে ৷ যেখানে প্রাক্তন কুস্তিগীর লেখেন, "সিং আমাকে মা-বাবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন ৷ এতে কোনও ক্ষতি ছিল না ৷ আমি মা-বাবাকে আমার ম্যাচের ফলাফল সম্পর্কে জানাই, আমার পদক নিয়ে কথা বলি ৷ ততক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল ৷ কিন্তু কথা শেষ হতেই উনি আমায় হেনস্তা করার চেষ্টা করেন ৷ আমি তখন তাঁর বিছানায় বসে ৷ আমি তাঁকে ঠেলে সরিয়ে দিয়ে কাঁদতে শুরু করি ৷"

এখানেই শেষ নয় ৷ অভিযোগের সুরে সাক্ষী এরপর তাঁর আত্মজীবনীতে লেখেন, "আমি ঠেলতেই কয়েক কদম পিছিয়ে যান উনি ৷ আমার মনে হয়েছিল উনি বুঝতে পেরেছেন যে আমি তাঁর ইচ্ছেতে কোনওভাবেই সম্মত নই ৷ তখন তিনি আমায় জানান, আমি তোমার বাবার মত ৷ কিন্তু আমি তাঁর অভিপ্রায় বুঝতে পেরেছিলাম ওইদিন ৷ আমি দৌড়ে ওনার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যাই ৷"

উল্লেখ্য, আরও পাঁচ পালোয়ানের সঙ্গে গতবছরের শুরুতে প্রাক্তন ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের সঙ্গে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন সাক্ষী মালিক ৷ ব্রিজভূষণের অপসারণ ও তাঁর শাস্তি চেয়ে রাজধানীর যন্তর মন্তরে বিক্ষোভ দেখান কুস্তিগীররা ৷ চলতি বছরের মে মাসে কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট ব্রিজভূষণকে যৌন হেনস্তায় অভিযুক্ত করে ৷ একাধিক ধারায় রুজু হয় মামলা ৷ যার শুনানি এখনও চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details