কলকাতা, 27 মার্চ: 14 এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ ৷ একই দিনে কয়েকঘণ্টার ফারাকে যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ ৷ যেখানে লখনউ সুপার জায়ান্টস ও মোহনবাগান সুপার জায়ান্ট দু’টি দলের মালিকানা একই সংস্থার ৷ ফলে মাঠে সমর্থন ও চ্যানেলের টিআরপিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা ৷ তাই আইএসএলের মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ একদিন পিছিয়ে দিয়েছে এফএসডিএল ৷ এ নিয়ে কানাঘুষোয় এমনও প্রশ্ন শোনা যাচ্ছে, কেন ফুটবলের দিন পিছল ? তবে, এই প্রশ্নকে অবাঞ্ছিত মনে করছেন প্রাক্তন ভারতীয় তথা কলকাতা ক্লাবের প্রাক্তন ফুটবলাররা ৷
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়ের কথায়, "ফুটবলটা চালায় এফএসডিএল ৷ আইপিএল ও আইএসএল দু’টো প্রতিযোগিতা একজনের মস্তিষ্ক থেকে বেরিয়েছে ৷ এই অবস্থায় তারা যদি ফুটবল-ক্রিকেটের একই দিনে দু’টো বড় ম্যাচকে আলাদা দিনে আয়োজনের সিদ্ধান্ত নেয়, আমি তাতে দোষের কিছু দেখি না ৷ এখানে ফুটবলকে কেন পিছোতে হবে, এই প্রশ্ন অমূলক ৷ কারণ, ভারতীয় ফুটবল আর এআইএফএফ চালায় না ৷ যারা পয়সা দেয় তাদের কথা শুনতেই হবে ৷ আমি বলব এর বদলে দর্শকরা খুশিই হয়েছেন ৷"
উল্লেখ্য, 14 এপ্রিল ইডেন গার্ডেন্সে বিকেল সাড়ে তিনটে থেকে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ হবে ৷ ওইদিন বিকেল পাঁচটা থেকে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ হওয়ার কথা ছিল ৷ মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে শুরু হওয়ার কারণে, একদিন পিছিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ 15 এপ্রিল করা হয়েছে ৷ পরিবর্তিত সূচি নিয়ে একাংশ ফুটবল সমর্থক বেজায় ক্ষুব্ধ ৷ কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন ফুটবলকে সবসময় আপস করতে হবে ?