পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএলের ধাক্কায় আইএসএলের সূচি বদলে অন্যায় দেখছেন না প্রাক্তনরা - ISL Fixtures Change Due to IPL - ISL FIXTURES CHANGE DUE TO IPL

ISL Fixtures Change Due to IPL: আইপিএলের কারণে আইএসএলের সূচি বদলে সমস্যা দেখছেন না প্রাক্তন ফুটবলাররা ৷ তবে, ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রণ আর এআইএফএফের হাতে নেই, এমনটাই মনে করেন ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তনীরা ৷ অন্যদিকে, মেহতাব হোসেন এবং দীপেন্দু বিশ্বাস মনে করেন যা হয়েছে, তা খেলার স্বার্থে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 12:37 PM IST

কলকাতা, 27 মার্চ: 14 এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ ৷ একই দিনে কয়েকঘণ্টার ফারাকে যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ ৷ যেখানে লখনউ সুপার জায়ান্টস ও মোহনবাগান সুপার জায়ান্ট দু’টি দলের মালিকানা একই সংস্থার ৷ ফলে মাঠে সমর্থন ও চ্যানেলের টিআরপিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা ৷ তাই আইএসএলের মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ একদিন পিছিয়ে দিয়েছে এফএসডিএল ৷ এ নিয়ে কানাঘুষোয় এমনও প্রশ্ন শোনা যাচ্ছে, কেন ফুটবলের দিন পিছল ? তবে, এই প্রশ্নকে অবাঞ্ছিত মনে করছেন প্রাক্তন ভারতীয় তথা কলকাতা ক্লাবের প্রাক্তন ফুটবলাররা ৷

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়ের কথায়, "ফুটবলটা চালায় এফএসডিএল ৷ আইপিএল ও আইএসএল দু’টো প্রতিযোগিতা একজনের মস্তিষ্ক থেকে বেরিয়েছে ৷ এই অবস্থায় তারা যদি ফুটবল-ক্রিকেটের একই দিনে দু’টো বড় ম্যাচকে আলাদা দিনে আয়োজনের সিদ্ধান্ত নেয়, আমি তাতে দোষের কিছু দেখি না ৷ এখানে ফুটবলকে কেন পিছোতে হবে, এই প্রশ্ন অমূলক ৷ কারণ, ভারতীয় ফুটবল আর এআইএফএফ চালায় না ৷ যারা পয়সা দেয় তাদের কথা শুনতেই হবে ৷ আমি বলব এর বদলে দর্শকরা খুশিই হয়েছেন ৷"

উল্লেখ্য, 14 এপ্রিল ইডেন গার্ডেন্সে বিকেল সাড়ে তিনটে থেকে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ হবে ৷ ওইদিন বিকেল পাঁচটা থেকে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ হওয়ার কথা ছিল ৷ মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে শুরু হওয়ার কারণে, একদিন পিছিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ 15 এপ্রিল করা হয়েছে ৷ পরিবর্তিত সূচি নিয়ে একাংশ ফুটবল সমর্থক বেজায় ক্ষুব্ধ ৷ কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন ফুটবলকে সবসময় আপস করতে হবে ?

যদিও, এই সমস্ত বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ মেহতাব হোসেন এবং দীপেন্দু বিশ্বাসরা ৷ বরং এফএসডিএলের এই সিদ্ধান্তকে সমর্থন করলেন তাঁরা ৷ মেহতাব হোসেন বলেন, "না না বিষয়টি ওভাবে দেখা ঠিক নয় ৷ পয়লা বৈশাখের দিন সকালে বারপুজো ৷ বিকেলে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে প্রথমবার লিগ শিল্ড জয়ের সুযোগ ৷ যা সফল হলে সমর্থকদের ডাবল আনন্দ ৷ আমি বলব এই বদল খেলার স্বার্থেই ৷ মোহনবাগান সমর্থকরা দু’দিনই মাঠে যাওয়ার সুযোগ পাচ্ছেন ৷ গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ভালো খেলার জন্য খেলোয়াড়দের উৎসাহিত করে ৷"

মহমেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব এবং তিন প্রধানে খেলার অভিজ্ঞতা থাকা দীপেন্দু বিশ্বাস দিন বদলে খুশি ৷ তাঁর মতে, "মহমেডান স্পোর্টিং আই লিগ জয়ের সামনে ৷ আশাকরি সাফল্য পাব ৷ কিন্তু, মাঠে দর্শক কোথায় ৷ এটা তো ঠিক, ক্রিকেটে আমাদের দেশে দর্শক বেশি মাঠে যায়, উন্মাদনা বেশি ৷ এই তো গুয়াহাটিতে ভারতের ফুটবল ম্যাচ হল, গ্যালারি ফাঁকা ! তাই একইদিনে দু’টো ম্যাচ হলে দর্শক কম যেত যুবভারতীতে ৷ এই দিন বদলে সমর্থকদের সুবিধা হল বলব ৷"

আরও পড়ুন:

  1. আইপিএলের ধাক্কায় পিছু হটল আইএসএল, বদলাল মোহনবাগান ম্যাচের সূচি
  2. এগিয়ে থেকেও হার, সুনীলের নজিরের দিনে বিদায়ের শঙ্কা ভারতের
  3. ‘ক্যাপ্টেনস নক’, 150তম আন্তর্জাতিকে গোল করে ইতিহাসে সুনীল

ABOUT THE AUTHOR

...view details