পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে ইউরোর বোধন আজ - UEFA EURO 2024

Euro Cup 2024: শুক্রবার থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে উয়েফা ইউরো 2024-এর। এবারের ইউরোর আয়োজক দেশ জার্মানি । আজ তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ৷ দেখে নিন এবারের উয়েফা ইউরো 2024-এর সূচি।

Euro Cup 2024
অনুশীলনে জার্মানির ফুটবলাররা (জার্মানি ফুটবল এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 2:40 PM IST

মিউনিখ, 14 জুন:ক্রিকেট বিশ্বকাপের আবহেই শুক্রবার রাত থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ ৷ ইউরোপ সেরার লড়াইয়ে নামছে 24টি দেশ ৷ ইউরো কাপের প্রথম ম্যাচে শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে আয়োজক জার্মানি ৷ প্রতিযোগিতা চলবে আগামী 15 জুলাই পর্যন্ত ৷ নিয়ম অনুসারে 6টি গ্রুপে 24টি দেশকে ভাগ করা হয়েছে ৷ 26 জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্বের ম্যাচগুলি ৷ এরপর 29 জুন থেকে শুরু হবে নকআউট পর্ব ৷

প্রত্যেক গ্রুপের প্রথম দু'টি দল পৌঁছে যাবে রাউন্ড অফ সিক্সটিনে ৷ এরইসঙ্গে দ্বিতীয় স্থানাধিকারী চারটি দল (পয়েন্টের বিচারে) পৌঁছে যাবে পরের রাউন্ডে ৷ গতবার 2021-এ চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি ৷ জার্মানির দশটি স্টেডিয়ামে খেলা হবে ইউরোর ম্যাচগুলি ৷ যারমধ্যে অন্যতম মিউনিখ ফুটবল স্টেডিয়াম, বার্লিন অলিম্পিক স্টেডিয়াম, ফ্র্যাঙ্কফুর্ট অ্যারিনা, স্টুটগার্ট অ্যারিনার মতো স্টেডিয়ামগুলি ৷ যার মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে ৷

  • কোন গ্রুপে, কোন কোন দল-

গ্রুপ এ- জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইৎজারল্যান্ড

গ্রুপ বি- স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ সি- স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ ডি- পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

গ্রুপ ই- বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন

গ্রুপ এফ- তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র

  • কবে থেকে শুরু নক আউট পর্বের ম্যাচ-

29 জুন থেকে 2 জুলাই পর্যন্ত রাউন্ড অফ সিক্সটিনের খেলা হবে

5 জুলাই ও 6 জুলাই কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে

  • সেমি ও ফাইনালের মহারণ-

9 ও 10 জুলাই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রাত সাড়ে বারোটায়

14 জুলাই রবিবার রাত সাড়ে বারোটায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে

ABOUT THE AUTHOR

...view details