লন্ডন, 30 এপ্রিল: শক্তিশালী পেস অ্যাটাক নিয়ে মার্কিন মুলুকে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইংল্যান্ড ৷ বলা ভালো জোফ্রা আর্চারকে স্কোয়াডে রেখে বিশ্বকাপে পেস বিভাগের শক্তি বাড়িয়ে নিল 'থ্রি লায়ন্স' ৷ কনুইয়ের চোটে একবছরেরও বেশি সময় পর জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন সাসেক্স পেসার ৷ 2023 সালের মে মাসে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন আর্চার ৷
জোফ্রা আর্চার ছাড়াও ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন আরেক পেসার ক্রিস জর্ডান ৷ এছাড়া পেস বিভাগে রয়েছেন রিস টপলি এবং মার্ক উড ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও জস বাটলারের নেতৃত্বেই নামছে খেতাব ধরে রাখার লড়াইয়ে ৷ ব্যাটিংয়ে টপ-অর্ডারে অধিনায়ক ছাড়াও রয়েছেন উইল জ্যাকস, ফিল সল্ট এবং জনি বেয়ারস্টো ৷ মিডল-অর্ডারে দুই বাঁ-হাতি বেন ডাকেটের সঙ্গে লোয়ার অর্ডারে রয়েছেন হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন এবং স্যাম কারেনের মতো বিগ-হিটাররা ৷ স্কোয়াডে দুই স্পিনার আদিল রশিদ এবং টম হার্টলি ৷